সংবাদ প্রকাশের জেরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শেরপুর জেলার ঝিনাইগাতীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রবিবার সকাল ১১টায় ঝিনাইগাতী আমতলী মেইন রোডের পার্শ্বে ঝিনাইগাতী প্রেসক্লাব ও রিপোটার্স ক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক মোকাদ্দেসের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল হক মনিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী টিটু, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, ঝিনাইগাতী রিপোটার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল্লাহ, সহ-সভাপতি সাদ্দাম হোসেন সুবর্ণ, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন চাঁন, সাংবাদিক সারোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার কারণে গোলাম রাব্বানী নাদিমের মতো সাংবাদিককে হত্যার শিকার হতে হয়েছে। শুধুমাত্র সংবাদ লেখার কারণে একজন ইউপি চেয়ারম্যান নাদিমকে ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের মতো ন্যক্করজনক ঘটনা ঘটিয়েছে। হামলা-মামলাতেও সত্য প্রকাশ থামানো যায়নি বলেই খুন হতে হয়েছে এ সাংবাদিক বন্ধুকে। এই হত্যার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যানসহ সকল অপরাধীদের শাস্তির দাবি জানান বক্তারা। মানবন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিগণ অংশ নেন। উল্লেখ্য, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভি ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে গত ১৪ জুন বুধবার রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলেসহ তার অনুসারীরা পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার বিকেলে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
৩ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে