শেরপুরে বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী শেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনন্দ র্যালি, দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা। জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাবেক এমপি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর নির্দেশনা ও তত্বাবধানে ওই সকল কর্মসূচী উদযাপন করা হয়। শেরপুর জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে র্যালি শেষে যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের উপদেষ্টা রোজিনা তাসমিন, সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সদর উপজেলা শাখার সভাপতি ফেরদৌসি আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার শিল্পী, শহর শাখার সভাপতি সেতারা পারভীন পরশমনি, সাধারণ সম্পাদক সাবিকুন্নাহার বন্যা, জেলা শাখার নেত্রী লতিফা আক্তার লাকী, পুজাপাল, বৃষ্টি, রিক্তা ও মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে যুব মহিলা লীগের জেলা, উপজেলা, শহর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। উল্লেখ্য, ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন।
৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে