শেরপুরের ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১০ জুলাই সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার বগাডুবি ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় হেলমেট না পড়ে মোটর সাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দুটি মামলায় ৭০০ (সাতশত) টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারী আসামীরা হলেন, শেরপুর সদর উপজেলার মধ্য বয়রা গ্রামের জবেদ আলীর পুত্র মেহেদী হাসান (২৫) ও ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া লস্কর গ্রামের রজব আলীর পুত্র আলম মিয়া (২৫)। এসময় সবাইকে আইন মেনে মোটরসাইকেল চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কাজে সহযোগিতা করেন আনসার সদস্যগণ। ওইসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর জানান, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
৩ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে