শেরপুরের শ্রীবরদীতে জেলা কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ডারের বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হিরোর উদ্যোগে বিনামূল্যে ২৫২ জন রোগীর চিকিৎসা, চোখের ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে। ১০ জুলাই সোমবার ভেলুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম তারা, ভেলুয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বীর মুক্তিযোদ্ধাগণ, বীর মুক্তিযোদ্ধার সন্তানগণ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। চিকিৎসা কাজে নিয়োজিত ছিলেন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, জামালপুর এর চক্ষু বিশেষত ডাঃ নাসিফ ইসলাম, মেডিক্যাল টেকনোলজিষ্ট কৃষ্ণা, কণিকা, সুবর্ণা এবং তানভীর আহমেদ এবং সংগঠক জাহাঙ্গীর হোসেন। অতিথিরা ৪৩ জন রোগীর ছানি অপারেশন, ৬ জন রোগীর চোখে মাংস বৃদ্ধি অপারেশন, ৭ জন রোগীর নেত্রনালী অপারেশন, ১৯৬ জন রোগীর চক্ষু চিকিৎসা, ড্রপ ও চশমা স্বল্পমূল্যে বিতরণসহ ২৫২ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করেছেন।
৩ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে