শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় অর্নিবান সংঘের কার্যালয়ে এরশাদের ৯ বছরের কর্মকাণ্ড ও জীবনী নিয়ে আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। জাতীয় পার্টি ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টি ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিএসসি, সাংগঠনিক সম্পাদক হাবিব মোঃ সিদ্দিক জিলাম প্রমুখ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন, নয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ নুরুল ইসলাম। দোয়া ও আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
৩ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে