আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১৬ জুলাই ২০২৩ রবিবার শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার কাছি মারা ধলী বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য অফিসার দিলরুবা আক্তার লাকী, ক্ষেত্র সহকারী গোলাপ হোসেন এবং ঝিনাইগাতী থানা পুলিশ, মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এসময় বিলে অবৈধভাবে স্থাপিত ১ হাজার ৫ শত মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জালগুলো বিধি মোতাবেক ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় উপজেলা মৎস্য কর্মকতা, ঝিনাইগাতীকে নিয়মিত মামলা দায়ের করতে বলা হয়। উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি বলেন চায়না দুয়ারী জাল দেশীয় প্রজাতির মাছের নিরাপদ বংশ বিস্তার ও বেড়ে উঠা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আইনগতভাবে এটা নিষিদ্ধ হওয়ায় সবাইকে মাছ ধরতে এই জাল ব্যবহার না করার অনুরোধ জানান। তিনি জানান জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
৩ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে