শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কারিতাস মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত দেশ গড়ি”-এই প্রতিপাদ্য বিষয়কে সাথে নিয়ে ২৫ নভেম্বর ২০২৪ সোমবার ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ হল রুমে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম। এছাড়াও কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা ও লিয়া হাগিদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী ও মেয়েদের প্রতি সহিংসতা একটি বিশ্বব্যাপী সমস্যা। সহিংসতা বিভিন্ন রূপে দেখা যেতে পারে। শারীরিক সহিংসতা, যৌন সহিংসতা, মানসিক সহিংসতা, অর্থনৈতিক সহিংসতা, সাংস্কৃতিক সহিংসতা, এ সমস্ত সহিংসতা উত্তরণে নারী ও মেয়েদের সচেতন হতে হবে। উক্ত দিবস উদ্যাপনে মোট ৪৫ জন সদস্য অংশগ্রহণ করে।
১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে