নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

সিরাজগঞ্জে গৃহবধু ও শিশু হত্যার পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জে সৎ বোনের প্রাক্তন প্রেমিককে সাথে নিয়ে বোনকে গলা কেটে হত্যার অভিযোগে প্রাক্তন প্রেমিক ও ভাই এবং শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ পিতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে পৃথক দুই আদালত। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ এই রায় দুটি প্রদান করেন। 

সাজাপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষনগাতি গ্রামের হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন, নাটোরের ক্ষিরপোতা গ্রামের হাসান তালুকদারের ছেলে মাসুদ ও বেলকুচি উপজেলার গোপালপুর গ্রামের জজ মিয়ার ছেলে মনিরুল ইসলাম। সাজাপ্রাপ্তদের মধ্যে ছাদ্দাম ও মাসুদ পলাতক রয়েছেন।

আদালতসূত্র জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষনগাতি গ্রামের হাসান তালুকদার তার প্রথম পক্ষের সন্তান মাসুদকে লালন পালন না করায় সে পিতার উপর ক্ষিপ্ত ছিল। অপরদিকে হাসান আলী তার দ্বিতীয় পক্ষের মেয়ে শিউলি খাতুনকে তার প্রেমিক সাদ্দাম হোসেনের সাথে বিয়ে না দিয়ে অন্যত্ত বিয়ে দেওয়ায় সাদ্দাম হোসেনও ক্ষিপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় সাদ্দাম হোসেন ও মাসুদ যোগসাজশে ২০১০ সালের ২০ নভেম্বর হাসান আলীর মেয়ে শিউলি শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে বেড়াতে আসলে কৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তি রাজিবপুর বিলে গলাকেটে হত্যা করে। হত্যার পরদিন হাসান আলী সাদাদাম ও মাসুদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির আজ এই সাজা প্রদান করেন।

অপরদিকে জেলার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি গ্রামের সাহিদা খাতুন প্রথম স্বামীর সাথে বিয়ের পর একই উপজেলার পাশ্ববর্তি গোপালপুর গ্রামের মনিরুলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বিয়ের পর থেকেই মনিরুলের চক্ষশূলে পরিনত হয় শাহিদার প্রথম পক্ষের সাত বছরের শিশু সন্তান শাহাদৎ হোসেন। একপর‌্যায়ে ২০১৯ সালের ১৯ মে বিকেলে মিষ্টি খাওয়ানোর কথা বলে শিশু শাহাদৎকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হয় মনিরুল। এর ছয়দিন পর পাশ্ববর্তি শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর চরে অর্ধগলিত অবস্থায় শিমু শাহাদতের লাশ পাওয়া গেলে শাহিদা খাতুন মনিরুলসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এরফান উল্লাহ আজ মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।

আরও খবর