সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, স্মার্ট বাঙলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে তৈরী হতে হবে। এজন্য নতুন প্রজন্মকে এখন থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও আধুনিক বিজ্ঞান মনস্ক জাতির কর্নধর হিসেবে এগিয়ে আসতে হবে। তাই সুন্দর আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় এই কোমলমতি শিশুদের পড়াশোনার কোন বিকল্প নেই। বুধবার দুপুরে সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামে প্রতিষ্ঠিত আয়শা রশিদ বিদ্যানিকেতনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সীমানা প্রাচীর নির্মান কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি ড. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী আবদুল বাতেন,প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম, পরিষদের সদস্য ইকরামুল হক,বিদ্যালয়ের পরিচালক গাজী ফজলুল মতিন মুক্তা, পরিচালক সাইফুল ইসলাম মুছা, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা সভাপতি উদয় কুমার পাল, পরিচালক ফেরদৌস রবিন, ও অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাড়াও ছাত্র ছাত্রী ও এলাকার বিশিষ্টজনের উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে