২১ আগস্ট হত্যাকান্ডের মাস্টারমাইন ও পলাতক আসামি তারেক রহমানের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর এবং কানাডার ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ আগষ্ট) সকালে এস.এস রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রাশেদ ইউসুফ জুয়েল এর সভাপতিত্বে ও যুগ্ম- আহ্বায়ক সঞ্জয় সাহা সঞ্চালনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য,সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সামাদ তালুকদার,যুগ্ম- সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী,পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম -আহ্বায়ক হাসান শহিদ চঞ্চল, যুগ্ম-আহবায়ক মো: আলহাজ্ব সরকার ও সদস্য আরাফাত রহমান হিরক সহ যুবলীগের নেতা কর্মীবৃন্দ। বক্তারা এসময় বলেন,৭৫- এ পলাতক খুনিদের দেশে ফিরে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন ও পলাতক আসামি তারেক রহমান কে দেশে ফিরে এনে বিচারের রায় অনতিবিলম্বে করতে হবে। উল্লেখ্য, সিরাজগঞ্জ যুবলীগের আয়োজনে মানববন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কাম সিএ মো: ইব্রাহিম হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
১ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে