লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৌরী আরবান উচ্চ বিদ্যালয় স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পৌর শহরের গৌরী আরবান উচ্চ বিদ্যালয় ও গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত,গীতা পাঠ,জাতীয় সঙ্গীত,জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড্ডয়ন মধ্যে দিয়ে ও শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুভ সূচনা করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৯ টি ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি  অএ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাবা- মায়ের, শিক্ষকদের  কথা শুনতে হবে। তিনি আরো বলেন আমাদের ইতিহাস সাক্ষী দেয় যে আমরা জানি যে,  মাহাত্বো গান্ধীর রাজনৈতিক শিক্ষা গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোপলে তিনি একটি কথা বলেছেন বাঙালিরা আজকে যা ভাবে ইন্ডিয়া তা কালকে ভাবে তাদের ভাবনা এবং চিন্তা এত বেশি সৃজনশীল যে, তারা একটি আজকে স্বীকার করতে সন্দেহ নেই।  আমাদের শিক্ষা ক্ষেএে নারীরা সব চাইতে এগিয়ে চলেছে। আমি শুধু শিক্ষার্থীদের বলতে চাই আমাদের যে, কারিকুলাম এক্টািটিভিটিজ হিসেবে আজকে এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যাকটি গুরুত্ব রয়েছে।  প্রত্যাকটি ক্ষেএে মানুষকে দরকার রয়েছে,  একটি জিনিস কে অমান্য করি তাহলেএ সমাজকে ভাস্যমানহীন।  প্রতিটি স্কুলে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনে ঐক্যবদ্ধ করবে এবং তাঁদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ আফছার আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমিন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফিয়া আফরোজা,গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডাঃ কার্তিক চন্দ্র বর্মন

শরীর চর্চা শিক্ষক শিল্পী ঘোষ,সহকারী শিক্ষক মোছাঃ কামরুন্নাহার,নূরীয়া খাতুন, নিখিল কুমার,আল আমিন,তাহমিনা আলীমা রোকনী,মনিরা পারভীন,এস এম আসাদুজ্জামান,আয়শা খাতুন, ক্রীড়া শিক্ষক মোঃ রবিউল ইসলাম লেবু,সহ যুব রেডক্রিসেন্ট গার্লস গাইড  দলের সকল সদস্য / সদেস্যা  ও শিক্ষক -শিক্ষিকা,কর্মচারীবৃন্দ,অভিভাবক, সুধীজন এবং  প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর