"এশিয়া "
কবি- দিলদার হোসেন দিলু।
রক্তচোষা জাতি যারা,
ধুঁকে ধুঁকে মরবে তারা,
এশিয়া'তে বন্ধু ধারা,
বোধদয়ে আত্মাহারা।
শত বছর লাথি খেয়ে,
আবাল বৃদ্ধ ছেলে মেয়ে,
অপমানে লজ্জা পেয়ে,
আজ শিখেছে রক্তে নেয়ে।
আসছে অসীম শক্ত বাঁধন,
মনোবলে করবে সাধন,
নেংটা দেশের সে প্রসাধন,
মারবে ছুঁড়ে এ জনগণ।
আসছে আবার সুখের হাসি,
এশিয়া'দের সুরের বাঁশী,
ক্ষুদিরামে'র ত্যাগের ফাঁসি,
হবোনা আর পর দাস দাসী।
খন্তি কোড়াল নিয়ে কাঁধে,
বাঁধা দেবো অপরাধে,
চাইবোনা আর অনাথ কাঁদে,
এবার মাগো খন্তি-দা দে ।
ভাইয়ে ভাইয়ে আর বাজি নয়,
রক্তখেকো'র করবোনা ভয়,
স্রষ্টা দেবেন মোদের এ জয়,
মুষ্ঠি হাতে হবেনা ক্ষয়।
১২/১০/২০২২ইং
৪ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৬ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
২৭ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪০ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে