সুনামগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নুরুল হুদা মুকুট
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জে জেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ঘোড়া মার্কায় নুরুল হুদা মুকুট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ১২ টি কেন্দ্রের ২৪ বুথে সুনামগঞ্জে স্থানীয় সরকারের ৪টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়ন পরিষদের ১২২৯ জন প্রতিনিধিরা ভোট দিচ্ছেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট প্রতিদ্বন্ধীতা করছেন।
এছাড়াও ৪ টি ওয়ার্ডের সংরক্ষিত পদে ১১ জন, ১২ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি চারস্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ইভিএম পদ্ধতির মাধ্যমে এই প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচনের তৃণমূলের জনপ্রতিনিধিরা ভোট দিচ্ছেন এবং এই পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নেই এবং তিনি নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদি ছিলেন। তিনি তার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান। সকলের দোয়া ও ভালবাসায় আমি বিজয়ী হয়েছি। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
৪ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৭ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে