ছাতক উপজেলায় মুজিববর্ষের ঘর পরিদর্শন
অদ্য, ২৫ অক্টোবর, ২০২২ তারিখ দুপুরে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি এলাকায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ের নির্মিত ২৯টি গৃহ এবং মানিকপুর এলাকায় ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন ৩২টি গৃহের নির্মাণকাজ সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় জনাব মোঃ নুরের জামান, উপজেলা নির্বাহী অফিসার, ছাতক; জনাব মোহন মিনজি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ; সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি ঘরগুলো ঘুরে দেখেন এবং আশ্রয় নেয়া পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের অবস্থার খোঁজখবর নেন।
৪ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
২১ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
২৪ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২৬ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৭ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪০ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে