মুহি উদ্দিন চৌধুরী মিনারকে সভাপতি ও আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবেরকে সাধারণ সম্পাদক করে
সিলেট মোবাইল পাঠাগারের ২০২৪-২০২৭ সেশনের নতুন কার্যকরি পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে সিলেট মোবাইল পাঠাগারের মুখপত্র "ত্রৈমাসিক কৈতর" এর প্রকাশনা অনুষ্ঠান শেষে পাঠাগারের চেয়ারম্যান ও কৈতর সম্পাদক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী মোবাইল পাঠাগারের নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।
কমিটির অনন্য নেতৃবৃন্দ হলেন, সহসভাপতি আমিনুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী, সালেহ আহমদ খসরু, ছয়ফুল করিম চৌধুরী হায়াত, মোশতাক চৌধুরী, সহসাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী, অর্থ সম্পাদক দেওয়ান খায়রু মজিদ লায়েক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবদুল কাদির জীবন, পাঠাগার সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, নির্বাহী সদস্যরা হলেন-১. আতাউর রহমান পীর ২. দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ৩. আহমদ মাহবুব ফেরদৌস ৪. জগলু চৌধুরী ৫. কামরুল আলম ৬. আলেয়া রহমান, উপদেষ্টাবৃন্দ হলেন-১. আজিজ চৌধুরী ২. এম এ করীম গণী ৩. মঈন উদ্দিন চৌধুরী পাপ্পু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মোবাইল পাঠাগারের চেয়ারম্যান কবি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, কার্যকরি পরিষদের সদস্য ও ভিন্ন ধারার সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মাসিক বিশ্ব বাংলার সম্পাদক, কবি মুহিত চৌধুরী, পাপড়ি প্রকাশনীর স্বত্বাধিকারী, ছড়াকার কামরুল আলম, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও ভ্রমণ কাহিনি লেখক মোয়াজ আফসার, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশী, পাঠাগারের নির্বাহী সম্পাদক ও ত্রৈমাসিক কৈতর-এর সম্পাদনা সহযোগী আবদুল কাদির জীবন, কবি সৈয়দ আছলাম হোসেন, কবি সুফি আকবর, কবি কামাল আহমদ, ছড়াকার আতাউর রহমান বঙ্গী, কবি সাজিদুর রহমান, শিল্পী বাহা উদ্দিন বাহার, ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার, জোনায়েদ আহমদ, আব্দুল্লাহ মোঃ সালেহ, সোহেল আহমদ প্রমুখ।
১৩ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২০ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
২২ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
২২ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৬ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩৯ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে