নিষিদ্ধ কবিতা
★★★★★
আজ বহু দিন গতো হলো
তোমাকে দেখিনাই....
তোমার স্পর্শ অনুভব করতে পারিনা।
যখনি মনে পড়ে তোমাকে........
আকাশের দিকে তাকিয়ে থাকি
জানি আমি দিগন্ত বিসৃত আকাশের
জলছায়ায় তোমাকে কিংবা
তোমার ছবি দেখতে পারবোনা।
কিন্তুুু এই ভেবে শান্তনা পাই ,
তুমি আমাকে ভুলে গেছো সত্যি !
দুজনই তো মহান ঈশ্বরের সৃষ্ট
একি আকাশের নিচে বাস করছি...!
অবশেষে ও তোমাকে ধন্যবাদ !
আমার সু-সন্তানদের আমার মতো
মিলিটারি ছত্রছায়ায় কমরেড হিসাবে গড়ে তুলছো।
মেয়েটার শ্লোডার রিবন ব্যাজে ত্রিপাই পড়িয়ে দিয়েছো
"ঐ সেই হাত - যে নরম হাতে আমার সাথে অস্ত্র ধরেছিলে ! পলাশী, রুশ বিপ্লব কিংবা পানিপথের শেষ রণ ক্ষেত্রে "লাকেশ্বর ল্যান্ডের " যুদ্ধে আমি হেরে যাইনি
" আমার সাথে গভীর ষড়যন্ত্র করেছিলো তোমার বোন"
আজ নয়তো কাল আমার সন্তানেরা এর প্রতিশোধ
নিবেই নিবে !
কারণ তাঁহাদের হৃদপিন্ডে আমার উষ্ম আর চৌকুশ
রক্ত বহমান !
যদি কোন দিন সন্তানেরা জেনে নেয় " তুমার মত
ছলনাময়ী " ল্যাভল্যান্ডের জেনারেল, তাঁদের বড় মা"
তাহলে তো কোর্ট মার্শাল হবে, বুজতে পেরেছো ?
আমার বিশ্বাস তুমি ফিরে আসবে
"সাধারণ ক্ষমায় তোমাকে আমন্ত্রন জানাই"
রক্তাক্ত কামনার আগুনে ভিজে....
★★★
( কবি এস.পি.সেবু)
কেন্দ্রীয় সভাপতি : স্বপ্নবাংলা পরিষদ
৬ ঘন্টা ৪ মিনিট আগে
১০ ঘন্টা ৫২ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে