লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

বিশ্বনাথে ইলিয়াস পাগল আছকিরের জায়গা দখল করলো আওয়ামীলীগ গং

বিশ্বনাথে ইলিয়াস পাগল আছকিরের জায়গা দখল করলো আওয়ামীলীগ গং


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:


সিলেটের বিশ্বনাথে জননেতা দেশবন্ধু এম ইলিয়াস আলীর ভক্ত  পাগল আছকিরের জায়গা দখল করলো রামপাশা এলাকার 

আওয়ামীলীগ গং। বিগত ১৭ বছরে এ জায়গা দখল করে

বানিজ্য করে আসছে।পাগল আছকিরকে তাড়িয়ে দিয়েছে ভিটেমাটি থেকে আওয়ামী সন্ত্রাসীরা। হাসিনালীগের পতনের পর আজ ১৯ তারিখ তিনি স্থানীয় প্রশাষনে লিখিত অভিযোগ ও তাঁর

জায়গা ফেতর চেয়ে কতৃপক্ষের

কাছে আরজি পেস করেন, নিম্মে পাঠকদের জ্ঞাতার্থে হুবহু অভিযোগ পত্রটি উল্লেখ করা হলো। 

বরাবর,উপজেলা নির্বাহী অফিসার, /বিশ্বনাথ থানা /

বিশ্বনাথ ভূমি অফিস ও সংশ্লিষ্ট কতৃপক্ষ বিশ্বনাথ থানা, সিলেট।


বিষয়ঃ অভিযোগ- বাদীঃ মোঃ আছকির আলী (৫৫), পিতাঃ- মৃত আব্দুর রহিম, সাং- রামপাশা দক্ষিণ পাড়া, ডাকঘর। রামপাশা, ইউনিয়ন- রামপাশা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট।


বিবাদীঃ ১। সাফিয়া বেগম (৭০), স্বামী- মৃত আফিজ আলী, ২। মোঃ সুহেল আহমদ (৩৫), ৩। জুয়েল আহমদ (৩২), ৪। মিলন মিয়া (২২), ৫। সুলতানা বেগম (৪৫), ৬। গুলশানা বেগম (৩৫), ৭। কল্পনা বেগম (৩০), পিতা- মৃত আফিজ আলী, ৮। রুবিনা বেগম (৩০), স্বামী- জুয়েল ৯। পিয়ার আলী, (৭০), পিতা- মৃত হাজী সিকন্দর আলী, ১০। ছাত্রলীগ আরব আলী, (৩৫), পিতা- মৃত অরাই, ১১। সমসের নূর, (৪০), পিতা- মৃত মইদ আলী।


স্বাক্ষীঃ ১। নুর উদ্দীন (মেম্বার), পিতা- রইছ উদ্দীন (মেম্বার), ২। রাজু আহমেদ রাজু, পিতা- মৃত সফির উদ্দীন, ৩। সুরমালা বেগম, স্বামী- মৃত হাবিবুর রাহমান। সাং- রামপাশা দক্ষিণ পাড়া, ডাকঘর- রামপাশা, ইউনিয়ন- রামপাশা, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট।


ঘটনার তারিখঃ বিভিন্ন তারিখ ও সময়ে।


ঘটনাস্থলঃ বিশ্বনাথ থানাধীন ৪নং রামপাশা ইউনিয়নের অন্তর্গত রামপাশা দক্ষিণ পাড়া সাকিনস্থ বাদীর বসত বাড়ীতে।

জনাব,যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আছকির আলী (৫৫), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- রামপাশা দক্ষিণ পাড়া, ডাকঘর- রামপাশা, ইউনিয়ন- রামপাশা, থানা- বিশ্বনখ, জেলা- সিলেট। এই মর্মে আপনার থানায় একখানা অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগন এক প্রকার

বাঙ্গাবাজ ও পরধনলোভী প্রকৃতির লোক হয়। বিবাদীগনের বাড়ী আমাদের পাশ্ববর্তী হওয়ায় প্রায় সময় জায়গা সংক্রান্ত বিষয় নিয়া বিবাদীগণ আমাদের সহিত পারিবারিকভাবে অগড়া বিবাদ ও কলহ করিয়া আমি এক কথায় গৃহ বন্দী অবস্থায় রয়েছি। বিবাদীগণের এরূপ আচরণে আমিসহ আমার পরিবার অত্যান্ত রাপত্তাহীনতায় ভুগছি। এমতাবস্থায় উপরোক্ত বিষয়ে আপনার হস্তক্ষেপ কামনা করছি

আসিতেছে। আমাদের পরিবারের প্রতিবাদ করার তেমন মানুষ নেই। তাই বিবাদীগণ আমাদের এ দূর্বলতার সুযোগ নিয়ে আমাদের সাথে বিরোদে লিত হয়ে থাকে। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো

না। বিবাদীগণ চায় আমাদের বাড়ী থেকে কোনো ভাবে তারিয়ে নিতে পারলে আমাদের জায়গা সম্পত্তি আত্মসাতে তাদের কোনো বাধা থাকবে না। তাই আমাদের জায়গা সম্পত্তি আত্মসাতের জন্য বিবাদীগণ

এতে পড়ে আছে। বিভিন্ন তারিখ ও সময়ে বিবাদীগণ আমাকে মারধর করতে থাকতো। বিবাদীগণ স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সন্ত্রান বাহিনী। আওয়ামীলীগ সরকারের ক্ষমাত্য আমল থেকে বিবাদীগন অন্যায়ভাবে জোর প্রভাব খাটিয়ে আমার সমস্ত জায়গা সম্পত্তি আত্মসাত করে ভোগ দখল করে আসছে। আমি কিছু বলতে গেলে বিবাদীগণ আমাকে ও আমার পরিবারের সদস্যদের মারধর করতে থাকে। আমার এরের সামনে বিবাদীগণের টয়লেট স্থাপন করেছে। আমার বাড়ীর থেকে চলাচলের রাস্তা পর্যন্ত দেয় না।

মাতএব, মহোদয় সমীপে প্রার্থনা যে, বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে আপনার যেন সদয় মর্জি হয়। বিনীত  আছকির আলী।

Tag
আরও খবর