নেপাল দুর্ঘটনায় কলংকিত ইউ এস বাংলা বিমান কোম্পানী একটি আংকিত নাম। সুনামের পরিবর্তে দুর্নাম যাদের পাপ্য বেশী রেকর্ডে তারাই একের পর এক অপকর্ম করে যাচ্চে প্রকাশ্যে।
আজকের একটি ঘটনা হুবহু তুলে ধরা হলো :- আমরা সবাই জানি যে প্রাইভেট এয়ারলাইন্স যেমন নভোএয়ার,ইউএস বাংলা,এগুলো সব সময় তাদের শিডিউল মত ফ্লাইট চলাচল করে,
বিমানের কথা বললে আমরা অনেকেই অনীহা প্রকাশ করি, হেন-থেন যা ইচ্ছা তাই বলি,ইদানিং কিছুদিন ধরে দেখতে পারছি প্রাইভেট এয়ারলাইন্স তাদের শিডিউল রক্ষা করতে পারছে না, কোন কারণছাড়াই সময়মতো ফ্লাইট সিডিউলে বিপর্যয় ঘটছে।
বিমানবন্দরে থাকা কর্তৃপক্ষ তারাও সিডিউল মত যে ফ্লাইট হবেনা এই কথাটা আগে কাউকে বলে না বা এলাউন্সমেন্ট করে না।
যেমনটি আজকে বিকাল ৪ টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকা ইউএস-বাংলা এয়ারলাইন্স ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু ৪টা ২৫ মিনিটে হঠাৎ করে তারা এলাউন্স করলেন যে তাদের ফ্লাইটটি এখনো ঢাকা থেকে ছেড়ে নাই, তবে উনারা আশা করছেন ৪ টা চল্লিশের সময় সিলেটের ল্যান্ডিং করবে ইউ এস বাংলা, এবং পাঁচটায় সিলেট থেকে চলে যাবে ঢাকার উদ্দেশ্যে, এখন কথা হল এই ফ্লাইটে অনেক কানেক্টিং ফ্লাইটের যাত্রী আছেন, এর মধ্যে কেউ আমেরিকা কেউ লন্ডন কেউ আরব আমিরাত সৌদি আরব যাবেন।
শিডিউল বিপর্যয়ের কারণে যদি কারো কানেক্টিং ফ্লাইটে বিগ্ন ঘটে তাহলে এর দায়ভার কে নিবে ?
আমি এই ফ্লাইটের একজন যাত্রী আমার সাথে আমার বড় বোন,ভাই,ভাগ্নী,উনারা দুজন লন্ডন যাবেন,ভাগ্নী যাবে আমেরিকা, অপেক্ষায় আছি দেখি কি করা যায়।আসুন সবাই মিলে এই অযোগ্য বিমান কোম্পানীকে বয়কট করি।
৫ ঘন্টা ৫২ মিনিট আগে
১০ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে