১৯৮৪ সালে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব প্রতিষ্টিত হয়,এর অংশিক কার্যক্রম ততৎকালীন সময়ে চলমান ছিলো। ২০২৩ সালে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব পূর্ন-গঠন হয় এবং নতুন কমিটি আত্বপ্রকাশ করে।
আজ ৬ মার্চ ২০২৩ সোমবার বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব
নতুন কমিটি গঠন করা হয়।
মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল (বুরো প্রধান : জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার)কে সভাপতি ও শাহীন উদ্দীন(দৈনিক সংগ্রাম ও আমাদের সিলেট)কে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটির কার্যক্রম শুরু হয়।
কমিটির অন্যান দায়িত্বশীল বৃন্দ হলেন, সহ-সভাপতি : এ.কে.এম.তোহেম (স্টাফ: বিশ্বনাথ বার্তা) ,
সহ-সভাপতি : মজলু মিয়া
(জাতীয় ক্রাইম ম্যাগাজিন "অপরাধ জগত"),
যুগ্ম সম্পাদক : আনহার বিন সাঈদ(দৈনিক কালজয়ী,দৈনিক মাতৃজগত),
সাংগঠনিক সম্পাদক : মোহাম্মদ সায়েস্তা মিয়া(স্টাফ : দৈনিক সোনালী সিলেট), কোষাধ্যক্ষ : রাসেল রহমান (জাতীয় দৈনিক : আবিদ উদ্দীন নিজাম(দৈনিক দেশ রূপান্তর, দৈনিক সবুজ বাংলাদেশ),নির্বাহী সদস্য : অজিত দেব(দৈনিক আলোর দিগন্ত),নির্বাহী সদস্য : ছালেক উদ্দীন(দৈনিক সূর্যোদয়) প্রমুখ।।
১ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪২ মিনিট আগে