উত্তরের হিমবাহ ও শৈত্যপ্রবাহে ঠাকুরগাঁওয়ের মানুষ জরাজীর্ণ দিন পার করছে। তীব্র ঠান্ডায় বেশি ভোগান্তিতে রয়েছে সুবিধাবঞ্চিত বয়স্ক মানুষেরা। এক খন্ড কাঁথায় কিংবা কম্বলে কোনোমতে ঠান্ডা নিবারণের চেষ্ঠা করছেন তারা। যখন কনকনে ঠান্ডার রাতে কাঁপছেন তখন গরম কাপড় নিয়ে তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শারমিন হাসান তিথি।
শারমিন হাসান তিথি বিজিএমইএর সভাপতি মো: ফারুক হাসানের সহধর্মিণী। তাঁর সহযোগিতা ও অর্থায়নে ২৩শে জানুয়ারি (মঙ্গলবার) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ ইদগাহ ময়দানে দুই শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্রগুলো ঠাকুরগাঁও বন্ধুসভার মাধ্যমে বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার উপদেষ্টা নাসরিন জাহান আইভি, ফেরদৌস আরা বেগম, আনিছুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শিহাব, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, দপ্তর সম্পাদক রাবেল আপেল হাসি, অর্থ সম্পাদক নুসরাত জাহানসহ বন্ধুসভার নজরুল, আইভি, ঐশ্বী, অপূর্ব, নাফিয়া বন্ধুরা।
শীতবস্ত্র বিতরণকালে মজিবর রহমান বলেন, "এটাকে আপনারা দান হিসেবে ভাববেন না। এটাকে আপনাদের কোনো বউমা, কোনো ভাই, কোনো ছেলে-মেয়ে সাহায্য করেছে ভেবে নিবেন। আমরা সর্বদা আছি আপনাদের পাশে।"
নাসরিন জাহান আইভি বলেন, "বিজিএমই সভাপতির সহধর্মিণীর প্রতি দোয়া করবেন, তিনি আপনাদের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন এবং যাবেন। আপনাদের দোয়ায় উনি আগামীতে আরো বেশি বেশি সাহায্য করতে পারবেন এই প্রত্যাশা করছি।"
১৫ দিন ৫১ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
২৬ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৪১ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫৩ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৯ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৯ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে