লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ


 

ফ্যাসিবাদ আওয়ামী লীগের ধ্বংস করে রেখে যাওয়া দেশের সকল প্রতিষ্ঠানগুলোর সংস্কার শেষেই নির্বাচনের দিকে এগোবে অন্তবর্তী সরকার। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  


বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটরিয়ামে শতীর্তদের শীতবস্ত্র বিতরণ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আন্দোলনে প্রায় ২ সহস্রাধিক শহীদ এবং ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। শহীদ ও আহতের পরিবারগুলোকেও সংস্কারের কথা বলছেন।  অন্তবর্তী সরকার  ক্লিয়ার ম্যান্ডেড হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো। আপনারা জানেন অন্তবর্তী সরকারের গঠন করা কমিশনগুলোর ৩ মাস সময় হয়ে যাচ্ছে। কমিশনগুেলা প্রস্তাবনা জমা দিবেন, তারপরে আমরা যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সংস্কার করে নির্বাচনের দিকে যাবো।


উন্নয়ন বরাদ্দে বৈষম্য দুর করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বরাদ্দ বাড়ানো কথা উল্লেখ করে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, ন্যাশনাল স্ট্যান্ড অনুযায়ী অন্যান্য এলাকায় ৪০ শতাংশ পাকা রাস্তা রয়েছে। কিন্তু বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ শতাংশ। এই বৈষম্য দুর করে বালিয়াডাঙ্গী উপজেলাকেও দ্রুত ন্যাশনাল স্ট্যান্ডে নিয়ে যেতে কাজ করা হবে।


'শিক্ষার মান উন্নয়নে স্কুল-কলেজগুলোতে ভবণ নির্মাণে গুরুত্ব আরোপ এবং বালিয়াডাঙ্গী উপজেলায় একটি উন্নত মানের লাইব্রেরী নির্মাণের ৫০ লক্ষ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা করেন।'


বিগত সরকারের সময় যেসব জেলাগুলোতে উন্নয়নে বৈষম্য করা হয়েছে, সেসব জেলাগুলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও কিছু দীর্ঘ মেয়াদী প্রকল্প শুরু করবে অন্তবর্তী সরকার। যাতে করে এই সরকারের মেয়াদ শেষ হয়ে গেলেও সাধারণ মানুষ ওই প্রকল্পগুলোর সুফল পাবে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল সরবরাহ ও অনিয়মের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। এসব বিষয়ে অন্তবর্তী সরকারের নজরে এসেছে। আমরা ব্যবস্থা নিবো।


'এছাড়াও ক্যাটাগরী পুরণ না করেও অনেক পৌরসভা হয়েছে বিগত সরকারের আমলে। এসব পৌরসভার মধ্য কিছু বাতিল এবং কয়েকটি নতুন পৌরসভা গঠনে কাজ করছে সরকার বলেও জানান তিনি। '


ঠাকুরগাঁও জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথের সঞ্চালনায় এতে শুভেচ্ছ বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম ও ঠাকুরগাঁও এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।


বক্তব্য শেষে বালিয়াডাঙ্গী উপজেলার শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  


এর আগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় দুওসুও এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের সংযোগের জন্য তীরনই নদীর উপর ১২০মি. আরসিসি  ব্রীজ নির্মাণ প্রকল্পের উদ্বোধন।

আরও খবর





ঠাকুরগাঁয়ে বিদেশী পিস্তলসহ গ্রেফতার -১

৫১ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে