ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের । সড়ক দুর্ঘটনা এখন নিত্য ঘটনায় পরিণত হয়েছে ঠাকুরগাঁয়ে । প্রায় দুর্ঘটনা ঘটছে যেখানে সেখানেই । নতুন করে যোগ হচ্ছে মৃত্যুর মিছিল ।
বোরো খেতে সেচ দিয়ে রাতে শ্যালোমেশিন তুলে বাইসাইকেলে উঠিয়ে বাড়িতে ফিরছিলেন শরিফুল ইসলাম (২২) ও আরিফুল ইসলাম (১৯) নামে দুই ভাই। এ সময় পেছন থেকে মোটরসাইকেল ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বড় ভাই শরিফুল ইসলাম। আর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ছোট ভাইকে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার সময় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত শরিফুল ইসলাম ও আহত আরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর গ্রামের সহিদুর রহমানের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন আলী জানান, বড় ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ছোট ভাই আরিফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বোরো ধানে সেচা কাজ শেষ করে একটি বাইসাইকেলে শ্যালোমেশিন তুলে দুই ভাই বাড়িতে যাচ্ছিলে। একজন সাইকেলের হ্যান্ডেল ধরেছিলেন, অপরজন পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
২৯ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৩০ দিন ৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৪১ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
৫৩ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৫ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
৭৩ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮৩ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে