বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন? লালপুরে বিএডিসির 'পানাসি' সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১ শিল্পায়নের নামে হাইল হাওরে পরিবেশ বিধ্বংসী প্রকল্প, ফুঁসে উঠেছেন স্থানীয়রা মাত্র ৪০হাজার টাকায় বিক্রি করে ফেলা শিশুটিকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ মোংলায় ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড শ্রীধরপুর ইমাম পরিষদের উদ্যোগে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান লালপুরে চাঁদা না পেয়ে মারপিট ওপ্রকাশ্যে গুলি, আহত ১ রাজশাহী রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে নিয়ে অপপ্রচারে তৃণমূল বিএনপির তীব্র ক্ষোভ গাইবান্ধায় আগুনে পুড়লো ৫ দোকান; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি শ্যামনগরে দাখিল পরীক্ষায় ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার পশ্চিম সুন্দরবনে বিরল প্রজাতির কচ্ছপ অবমুক্ত Take early steps to resolve waterlogging in Dhaka রায়হান-সাইদুরের নেতৃত্বে কুবির গাউসিয়া কমিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক‌

ঠাকুরগাঁওয়ে মানবতার ফেরিওয়ালা সিরাজুল ইসলাম

যাঁরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন, তাঁরা এক প্রকার ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ান’। অনেকেই তাঁদের ‘পাগল’ বলেন। তবে ওই পাগলরাই সমাজ পরিবর্তনে কাজ করেন। বিপদগ্রস্ত–অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। স্বেচ্ছাসেবকদের ক্ষুদ্র ক্ষুদ্র ওই প্রচেষ্টাই একসময় দেশকে বদলে দেবে, সমাজকে বদলে দেবে, আলোকিত করবে বাংলাদেশকে।


ঠাকুরগাঁও জেলা শহরে দৈনিক তিনশত টাকা জমা দিয়ে অটোরিকশা নিয়ে বের হয়ে যা আয় হয় তা দিয়েই পরিবার চলে কোনোরকমে। পরিবারে আছে স্ত্রীসহ চার ছেলে ও দুই মেয়ে। সকলকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছেন সিরাজুল ইসলাম (৫৪)। তবে যেকোনো সংকটে নিজের চিন্তা না করে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন তিনি। নিজের কিংবা পরিবারের চিন্তা না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবসময়ই।


ঠাকুরগাঁও জেলা শহরে মানবিক কাজ করে ইতোমধ্যে সকল মহলের প্রসংশা কুড়িয়েছেন শহরের জগন্নাথপুর এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৫৪)।


সিরাজুল ইসলাম বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারার মাঝে আনন্দ খুঁজে পাই। যখন কোনো অসহায়, দুস্থ মানুষকে সাহায্যের মাধ্যমে তাঁর মুখে হাসি ফোটাতে পারি তখন হৃদয় যে প্রশান্তিতে ভরে যায় তা বলে বোঝানো যাবে নাহ।’ 


করোনার সময় থেকে মানুষের পাশে রয়েছি, ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন থেকে পেয়েছি সম্মাননা ক্রেষ্ট। আমি সবসময়ই অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, এবারেও প্রথম রোজায় নিজ উদ্যেগে একটি এতিমখানায় শিশুদের ইফতারের আয়োজন করেছি, সাতাইশে রমজানেও নিজ উদ্যেগে স্থানীয় অসহায় দরিদ্র মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করবো। কিন্তু ইতিমধ্যেই সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা, দুর্ভোগ নেমে এসেছে ঘরে, জানিনা স্বপ্ন পূরণ করতে পারবো কি'না। অভাবের সংসার তার মধ্যে অটোরিকশা দৈনিক তিনশত টাকা জমা দিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতেই হিমসিম।


তিনি আরও বলেন, আমি চাই পরিবারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনে থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে, গত নয়মাস যাবত "রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ" সেচ্ছাসেবী সংগঠনে যুক্ত রয়েছি, যদি আয়-ব্যায় এভাবেই চলতে থাকে তাহলে হয়তো-বা স্বপ্ন পূরণের পূর্বেই সংগঠন থেকে ঝরে যাবো।


রুহানিয়াত ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি জনাব মো. সোহেল রানা বলেন, আমাদের অগ্রগতিতে স্বেচ্ছাসেবীরাই আমাদের মূল হাতিয়ার, আমরা স্বেচ্ছাসেবীদের দিকেই বেশি সু-নজর দেই কারণ স্বেচ্ছাসেবীরা সুস্থ থাকলে তারা অসংখ্য রোগীর সুস্থ থাকার কারণ হবে, সিরাজুল ইসলাম সার্বিক সহযোগীতা পেলে আমরা ঠাকুরগাঁও শহরে রুহানিয়াত রক্তযোদ্ধা এর একজন আদর্শ স্বেচ্ছাসেবী নিয়ে এগিয়ে যেতে পারব।

ছবি: মানবিক শওকতের সাথে সিরাজুল ইসলাম ।

আরও খবর





ঠাকুরগাঁয়ে বিদেশী পিস্তলসহ গ্রেফতার -১

৬৭ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে