প্রকাশের সময়: 14-06-2023 08:53:41 am
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর বিশ্ববিদ্যালয় ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল ও তরান্বিত করতে আগামী ১ বছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত কমিটিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোশারফ হোসেন লিমনকে আহবায়ক এবং পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের আবু কাওছার মাহমুদ সরকার কনককে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে শিক্ষক উপদেষ্টা হিসেবে আছেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান এবং সিএসই বিভাগের লেকচারার মোঃ তৌফিকুল ইসলাম। ছাত্র উপদেষ্টা এস. এম. আসিফ সিদ্দিক (পদার্থ বিজ্ঞান),মোঃ ফয়সাল আহমেদ শান্ত (লোক প্রশাসন),মোঃ হাবিবুর রহমান হাবিব (কৃষি) এবং মোঃ রাশেদ আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান)।
কমিটির যুগ্ম আহবায়করা হলেন,রাকিবুজ্জামান সরকার বিক্ষোভ (ইতিহাস), আউয়াল প্রধান আবির(আইন),মোঃ রায়হানুল করিম রাফাত (ম্যনেজমেন্ট স্টাডিজ),সুমন মিয়া (রাষ্ট্রবিজ্ঞান),ইয়াসিন আরাফাত শেখ (ম্যানেজমেন্ট স্টাডিজ),রবিউল ইসলাম (ইংরেজি),নেহারিকা শারমিন বর্ষা (রাষ্ট্রবিজ্ঞান),আবুল কামাল আজাদ (বাংলা), তরিকুল ইসলাম রোমান (একাউন্টিং), মোঃ সাহাদত হোসাইন (পদার্থবিজ্ঞান), আবরীন জাহান বীপা (ম্যানেজমেন্ট),বাপ্পি ঘোষ (সমাজবিজ্ঞান),মোঃ মুবতাসিন ফুয়াদ (ফুড ইঞ্জিনিয়ারিং), সিনথিয়া সুমি (ইতিহাস),মোঃ আশিকুর রহমান (আইন),মোঃ মাহফুজুর রহমান (অর্থনীতি), মোঃ জলিলুর রহমান জুয়েল (একাউন্টিং),মোঃ ফয়সাল ইসলাম (আন্তর্জাতিক সম্পর্ক)।
এছাড়াও কার্যকরী সদস্যরা হলেন, মোঃ শরিফুল ইসলাম শরিফ (বাংলা),নাসির মোহাম্মদ জাবির (আইন), মোঃ স্বাধীন প্রধান (আন্তর্জাতিক সম্পর্ক), মোঃ আরিফ (এসিসিই),বিপব হাসডাক (ম্যানেজমেন্ট স্টাডিজ),মোঃ বুলবুল ইসলাম (পরিসংখ্যান),মোঃ শাফিক ইসলাম (কৃষি),মোঃ রামীম আহমেদ (ইংরেজি), মোঃ রিয়াদ প্রধান উৎসব (বাংলা), মোঃ পাপুল মিয়া (সিভিল ইঞ্জিনিয়ারিং), মোঃ নাঈম ইসলাম (অর্থনীতি), মোছাঃ সুমি আক্তার (বাংলা), মোঃ নাঈম ইসলাম (সিভিল ইঞ্জিনিয়ারিং), মোঃ মিশকাত (সিভিল ইঞ্জিনিয়ারিং)।
উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গাইবান্ধা(পুসাগ)
মূলত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে।
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৭২ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৭৫ দিন ১ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬৫ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে
২৬৬ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
২৬৭ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬৯ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৭৩ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে