প্রকাশের সময়: 07-03-2023 04:28:06 am
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অধ্যয়নরত চাঁদপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সংগঠন, বশেমুরবিপ্রবি’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণিত বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আবু সাইদ সভাপতি এবং কৃষি বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
গতকাল সোমবার (৭ ই মার্চ) উপদেষ্টা পরিষদের সম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
শিক্ষক উপদেষ্টান্ডলী ছিলেন টি.এন. সোনিয়া আজাদ (সহকারী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ) ফেরদৌসী সুলতানা (সহকারী অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ) ফাতেমা বেগম (সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ) মোঃ নুরুল আনোয়ার ( সহকারী অধ্যাপক, গনিত বিভাগ) সানজিদা কবির জুই (প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ) এবং প্রধান ছাত্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর আলম (ইইই বিভাগ)।
নবগঠিত কমিটির সভাপতি আবদুল্লাহ আবু সাইদ বলেন, চাঁদপুর জেলা ছাত্র কল্যাণ সংগঠন শুধুমাত্র একটি সংগঠনই না, এটি আমাদের ছোট পরিবার ও বটে।পরিবারের সবার মাঝে যেমন ভ্রাতৃত্বের বন্ধন থাকে,এই সংগঠন ও আমাদের সেরকম বন্ধনে জড়িয়ে রেখেছে। সর্বোপরি বলতে চাই সবাইকে সাথে নিয়ে ৫৫ একরের মাঝে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সমাজিক কর্মকান্ডের মাধ্যমে আমাদের এই ছাত্র সংগঠন অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাকিব বলেন,আমরা এই সংগঠনকে স্মার্ট ছাত্রসংগঠনে পরিণত করব, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
১৫০ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭৪ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭৭ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
২৬৭ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে
২৬৮ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে
২৬৯ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
২৭২ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
২৭৬ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে