প্রকাশের সময়: 27-07-2023 01:11:55 am
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) গত এক সপ্তাহে অসংখ্য ছাত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং ফেসবুক একাউন্ট হ্যাকিং এর ঘটনা চলমান রয়েছে।
জানা যায়, হ্যাকাররা বিভিন্ন ফিশিং লিঙ্ক পাঠিয়ে যাত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে। এরপর তাদের ফেসবুক থেকে অন্যদের ফিশিং লিঙ্ক পাঠিয়ে সেখানে তার বন্ধু ও বান্ধবীদের প্রবেশ করাচ্ছে। লিঙ্ক এ ঢুকলেই তাদের একাউন্টটা হ্যাক হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিএকটিভ করে দিয়েছেন।
এরই মধ্যে সর্বোচ্চ সংখ্যক ছাত্রীদের ফেসবুক একাউন্ট হ্যাক করেছে বলে জানা যায়। হ্যাক হওয়া একাউন্ট অ্যাকাউন্ট থেকে ছাত্রীদের নিকট আত্মীয় বা পরিবারের স্বজনদের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়া ও ব্ল্যাকমেইলের মতো ঘটনা ঘটেছে। এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, হ্যাকিং এ শক্তিশালী একটি চক্র কাজ করছে বলে ধারনা করা হচ্ছে। এর আগে কয়েকবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনাও ঘটেছিল।
ছাত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল আলম তুষার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, "সাম্প্রতিক সময়ে একটি অপরাধ চক্র বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের ফেসবুক আইডি হ্যাক করে ব্যাক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে। একটি আইডি হ্যাক করার পর সেই আইডি থেকে তার পরিচিতজনদের ম্যাসেজে একটি লিংক দিয়ে সেই লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ করছে। লিংকে ঢুকলেই আরেকটি আইডি হ্যাক হচ্ছে। সবাইকে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি, সেই সাথে পুলিশ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
২৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৮ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে