গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জাবিপ্রবি ছাত্রদলের নানা কর্মসূচি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।


রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় রচনা প্রতিযোগিতা এবং বিকেল ৪ টায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।


অনুষ্ঠানে ছাত্রদল কর্মী রেশান চৌধুরী জিন্নাত বলেন, “কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমাদের এই প্রোগ্রামে শিক্ষার্থীদের উপস্থিতিতে আমাদের এ রচনা প্রতিযোগিতা। রচনা প্রতিযোগিতা মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান,স্বাধীনতার ঘোষনার ইতিহাস এবং বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা এবং গনতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে যা বিগত দিনে আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ইতিহাস বিকৃত করে রেখেছিল।” 


ছাত্রদল কর্মী শাখাওয়াত হোসেন জিকু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আমরা এই তরুণ ছাত্র সমাজকে বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য উদ্ধুদ্ধ করছি৷ আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবিস্বরণীয় অবদানের পাশাপাশি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তীতে দেশকে নেতৃত্ব দিয়ে একটি স্বনির্ভর দেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার নামটি ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই নামটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন তরুণ প্রজন্মের কাছ থেকে আড়াল করে রেখেছিল। আমরা চেষ্টা করছি এই রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম কিছুটা হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে পারবে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল রচনা প্রতিযোগিতার, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।” 


ছাত্রদল কর্মী এসএম ইফতে খায়রুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ, রাষ্ট্রচিন্তা এবং উন্নয়ন ভাবনা আমাদের জাতীয় অগ্রগতির পথপ্রদর্শক। তাঁর কর্ম ও ত্যাগ সম্পর্কে বর্তমান প্রজন্মের জানা অত্যন্ত জরুরি। আজকের রচনা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শহীদ জিয়াউর রহমানের জীবনের নানা দিক সম্পর্কে জানতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ চিন্তা ও কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। তরুণ প্রজন্মের হাত ধরে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”


এ সময় উপস্থিত ছিল ছাত্রদলের জাকিরুল ইসলাম জাকির, ইকরাম হোসেন, রোশান যীনাত, এস এম ইফতে খায়রুল, মোস্তাফিজুর রহমান, মারুফ মোরশেদ, শেখ মাহিন আল সৌরভ, এবং সাদ, দীপু, অনিক, নাহিদসহ ছাত্রদলের নেতাকর্মীরা৷ 


উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলায় নিভৃতপল্লি বাগবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। তাঁর ডাক নাম কমল৷ বাংলাদেশ সূষ্টি ও বাংলাদেশী জাতীয়তাবাদ বির্নিমানে যার অবদান অবিস্বরনীয়৷

আরও খবর