জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে৷ মঙ্গলবার (১১ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চত্বরে অনুষ্ঠিত হওয়া ইফতার মাহফিলে ৫ অনুষদের শিক্ষার্থীদের ছিলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন৷
আয়োজক কমিটি আহ্বায়ক ড. মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খতিব মুফতি নাজের আলী৷
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান তার বক্তব্যে পবিত্র কুরআনের অনেকগুলো উদ্ধৃতি সংবলিত ‘কুরআন ও বিজ্ঞান’ নিয়ে আলোকপাত করেন৷
কুরআন যে বিজ্ঞানে পরিপূর্ণ সে বিষয়ে বিস্তারিত আলোকপাতের পাশাপাশি তিনি পবিত্র রমজানে ধর্মীয় গাম্ভীর্য রক্ষা, ন্যায়নিষ্ঠতা, দেশপ্রেম, দেশের শান্তি ও সম্মৃদ্ধি রক্ষার আহবান জানান৷
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা, পরিকল্পনা ও উন্নয়নের পাশাপাশি সকল দপ্তর প্রধান, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্ধ, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান উপলক্ষে একাডেমিক চত্বর ছিলো ধর্মীয় আবহে সজ্জিত৷ উন্নতমানের খাবার পরিবেশনের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে৷ বিশ্ববিদ্যালয়ে রমজানে এমন বণাঢ্য আয়োজন ইতিপূর্বে হয়নি বলে মন্তব্য করেন আগত শিক্ষার্থীরা৷
সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফুর রহমান আদর জানান ‘৫ বছরের বিশ্ববিদ্যালয় জীবনের সব থেকে সুন্দর প্রোগ্রাম আজকের ইফতার আয়োজন। ধন্যবাদ জানাই ভিসি স্যার ও ইফতার মাহফিল আয়োজনের সকল পৃষ্ঠপোষকদের। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতের প্রোগ্রামগুলো এমন সুন্দর, সুশৃঙ্খল ও মানসম্মত হবে৷’
শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয় বলেন ‘বিশ্ববিদ্যায়ের ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল আয়োজন গুলোর মধ্যে এটি একটি৷ আমরা সাধারণ শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেছি এবং প্রত্যেকেই আজকের আয়োজনে শতভাগ সন্তুষ্ট। রুচিসম্মত খাবার থেকে শুরু করে সাজসজ্জা সবকিছুতেই ছিলো নতুনত্বের ছোঁয়া৷’