কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফিলিস্তিন দখলের ৭৭ বছর পূর্ণ হলো মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকারক “মুন্না এন্টারপ্রাইজ”এর মালিককে খুঁজছে কাস্টমস বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে দুই দিন ব্যাপী ইংরেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন সাবেক বর্তমান জবিয়ানদের সমাগমে কাকরাইলে জনস্রোত নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন, ৪টি টাওয়ারসহ পাইপ ধ্বংস করা হয়

জাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার উৎসবমুখর পরিবেশের প্রশংসা সর্বমহলে

জিএসটি গুচ্ছভুক্ত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তির বি ইউনিটের (মানবিক শাখা) পরীক্ষা সম্পন্ন হয়েছে৷


শুক্রবার (০২ মে) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সারাদেশের ন্যায় জাবিপ্রবিতেও পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভর্তি পরীক্ষা যেন উৎসবমুখর পর্যায়ে যেতে পারে সব ব্যবস্থা আমরা করেছি৷’


এ সময় উপাচার্য আগত অভিভাবকদের সাথে পরীক্ষা চলাকালে কুশল বিনিময় ও খোঁজখবর নেন৷ অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন ‘আপনারা দূর-দূরান্ত থেকে এসেছেন। আপনাদের মূল্যবান সময় এবং কষ্টের প্রতি আমরা শ্রদ্ধাশীল। শিক্ষার্থীদের সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই আমাদের প্রধান লক্ষ্য।’


এ বছর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে ঢেলে সাজিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি, ভলিন্টিয়ার শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, স্কাউটদের সার্বিক সহযোগিতায় ভিন্নধর্মী রুপ পেয়েছে৷ অভিভাবকদের বিশ্রাম ছাউনি, বিশুদ্ধ পানি সরবরাহ, পুলিশ ও সাংবাদিক ডেস্ক, ভলিন্টিয়ারদের তথ্য সহায়তা ডেস্ক, অত্যাধুনিক চ্যাকিং পয়েন্ট, গাড়ী পার্কিং, মেডিকেল টিম ইত্যাদি৷ ক্যাম্পাসের বাহিরে প্রধান ফটক সংলগ্নে ছাত্রদল, রোটার‍্যাক্ট ক্লাব অব জামালপুর, গ্রীন ভয়েস, সমাজকর্ম বিভাগ ইত্যাদি নানা ধরনের ক্লাব সংগঠনের কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো৷ বিশ্ববিদ্যালয়ের এমন সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা৷


খলিলুর রহমান নামের এক অভিভাবক জানান ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জন্য যে সুযোগ-সুবিধা সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। আরেক অভিভাবক বলেন ‘ঢাবিতেও গেলাম জাবিতেও গেলাম, তোমাদের মত আন্তরিকতা কোথাও পেলাম না।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উর্ধতন কর্মকর্তারা উপাচার্যের সাথে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।


এ বছর বি ইউনিটে (মানবিক) জাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৬১ জন। এর মাঝে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। উপস্থিতির শতকরা হার ৯৫.৫৬ শতাংশ।
আরও খবর