সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোবিন্দগঞ্জ বাজার সংলগ্ন গেইটে লেখা নেই বিশ্ববিদ্যালয়ের নাম। বিশ্ববিদ্যালয়ের গেইট এবং গেটের আশপাশটা সবর্ত্র লাগানো রয়েছে বিএনপির পোস্টার ও ব্যানারে।


এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ এক পোস্ট এ লেখেন, ‘ডিপিপি পাস হলে কি এ গেটের ব্যানার লাগানো হবে? প্রক্টর স্যারকে উদ্দেশ্য করে বলছি, ক্যাম্পাসের সর্বজনীন বিষয়ে তদারকি করা আপনার দায়িত্ব। এই ব্যানারটা সেন্ট্রাল প্রোগ্রামে লাগানো কথা ছিল। বাট আপনার অবহেলার কারণে এখন অবধি লাগানো হয়নি। গুরুত্বপূর্ণ জায়গা থেকে এসব কাজে অবহেলা করলে ওই জায়গাগুলো ছেড়ে দিন। আমরা আশা রাখি আগামী রবিবারের মধ্যে গেট ক্লিয়ার যেন হয়।’


সেখানে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শামিম আকন্দ মন্তব্যে করেন, ‘এখনো ডিপিপির কোনো আপডেট নেই, লোগো ও বাসের আপডেট নেই! লাইব্রেরিতে নেই কোনো ডিপার্টমেন্টের পর্যাপ্ত বইয়ের সমারোহ, নেই কোনো সাহিত্যিক বই বা কোনো ধর্মচর্চার বই, খেলাধুলার জন্য নেই কোনো সুশৃঙ্খল ব্যবস্থা, প্রতিটা দায়িত্বই যেন অবহেলায় ভরপুর।


কেউ বলতে পারবে না যে “আমি পরিপূর্ণ দায়িত্ব পালন করছি। ছেলেদের হলের দিকে তাকানো যায় না, রুমের দেয়াল থেকে রং ছিটকে ছিটকে পড়ে, হল প্রভোস্ট বানিয়ে রেখেছে রাতের অন্ধকারে। অযোগ্যরা গুরুত্বপূর্ণ জায়গায় বসলে যা হয় আর কি।


’ সিএসই বিভাগের শিক্ষার্থী মনির আহমেদ মন্তব্য করেন, ‘এইটার জন্য হয়রানির স্বীকার হয়েছেন আমাদের গেস্ট টিচার। রাস্তা চিনতে পারেন নাই বলে পরে তিনি মেলান্দ দিয়ে ঘুরে এসেছেন। স্যারেরা এই রাস্তা দিয়ে আসে প্রতিদিন, একবার ও চোখে পড়ে না। একটা রুচির মধ্যে ও তো পরে। দেখতেই কীরকম লাগে। নাম নাই ঠিকই, ছাত্রদলের ব্যানার ঠিকই আছে।’

ইইই বিভাগের শিক্ষার্থী অর্পণ চাকলাদার নামের আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘এইটা নিয়া দুইদিন আগেও দুঃখ প্রকাশ করলাম। লোগো, এই ব্যানার এবং মেইন গেট এ প্রস্তাবিত লিখা ব্যানার যেন এই সপ্তাহেই ঠিক করে দেয়। সাধারণ ছাত্র হিসেবে অনুরোধ রইলো। আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মাঝে অনেকেরই সিট পড়বে এইখানে। এইটা ঠিক না করলে তো ক্যাম্পাসই চিনবে না, আশা করি উনারা বিষয় টা দেখবেন।’


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘আমাদের লোগো তৈরিতে বিলম্ব হওয়ার কারণে গেইটে নামের ব্যানার লাগানো হয়নি। তবে শিক্ষার্থীদের দাবির কারণে আমরা লোগো ছাড়াই লাগাবো।’ বিশ্ববিদ্যালয়ের গেটের সাথে রাজনৈতিক ব্যানারের বিষয়ে তিনি বলেন, ‘দ্রুত এ বিষয়ে আমরা আলোচনা করবো।’
আরও খবর