সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

৫ শতাধিক শিক্ষার্থী নিয়ে শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়ে জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুর ইউনিভার্সিটি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। গত শনিবার (৮ মার্চ) জাবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীদের দিয়ে শুরু করে এক সপ্তাহ যাবৎ বিশ্ববিদ্যালয়ের ৭ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়। সপ্তাহজুড়ে বিভিন্ন দিনে ভিন্ন ভিন্ন বিভাগের মোট ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়৷ জানা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভ্যন্তরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলা স্কুল মাঠ, বেসরকারি ব্রহ্মপুত্র ইউনিভার্সিটি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চায় না বিধায় তাদের দাবি কে সম্মান জানিয়ে ক্যাম্পাসের বাহিরে আয়োজন করেছে বলেন জানায় শিবির৷ উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী একটি অফিস আদেশের মাধ্যমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে মোহাম্মদ মোরসালিন জানান, “পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভাগভিত্তিক সপ্তাহব্যাপী গণ-ইফতার মাহফিলের আয়োজন করেছি। এই আয়োজনে শিক্ষার্থীদের বিপুল সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে। প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। রমাদানের তাৎপর্য ও শিক্ষা সাধারণ শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ৷” জিওলজি বিভাগের শিক্ষার্থী মোঃ শাহ জালাল বলেন, “ছাত্রশিবিরের উদ্যোগে জিওলজি বিভাগের সকল ছাত্রদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদেরকে এই মহতী আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ইসলামী ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি, সংগঠনটি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য আশা-প্রত্যাশাগুলো রাষ্ট্রের সামনে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।”
আরও খবর