ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর শেরপুরে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা- ৪ আসনে মনোনয়ন বঞ্চিত জাপা নেত্রীর আওয়ামী লীগ প্রার্থীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে বরণ পোশাক শিল্প খাতে কাস্টমস ক্লিয়ারেন্স দ্রুততর করার তাগিদ বিজিএমইএর লোহাগাড়ায় পদুয়াতে আগুনে পুড়ল আট দোকান। গলাচিপায় ১৪৪ ধরা ভঙ্গ করে জোরপূর্বক ধান কেটে নিলো প্রতিপক্ষরা বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জাতিসংঘের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেছেন দ্বাদশ জাতীয় সংসদ উপলক্ষে কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা। শাহীনের সব বাড়লেও কমেছে কৃষি জমি! সাগরতীরের ঝাউবন থেকে ডাকাত চক্রের ৮ সদস্য আটক: অস্ত্র উদ্ধার কক্সবাজারে শ্পেশলাইজড সার্চ এন্ড রেসকিউ ইকুইপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ শুরু টেকনাফে ৫শ ৬০ক্যান বিদেশী বিয়ার ও ৭৫বোতল মদসহ আটক-১: পলাতক-৪ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সহ দুই জন আটক জীবিকার পসরা সাজিয়ে ভ্যান গাড়ি নিয়ে ঘুরছেন বিক্রেতারা চট্টগ্রাম মহানগর যুবলীগের সাথে এমপি লতিফের মতবিনিময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাস শেঁকড়ের সন্ধানে ভারত থেকে বাংলাদেশে চিত্রশিল্পি অনিন্দ্য রায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শাজাহানপুরে শিক্ষা উপকরণ ও দুস্থদের মাঝে টিউবওয়েল, সেলাই মেশিন বিতরণ শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু বিজ্ঞান উৎসব ২০২৩ অনুষ্ঠিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে  অনুষ্ঠিত হয়েছে "বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩"। গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এ মেলায় অংশগ্রহণ করেন। বিজ্ঞান মেলাটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই তিনটি সেগমেন্টে অনুষ্ঠিত হয়। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ছিল প্রজেক্ট শো, ড্রয়িং, অলিম্পিয়াড এবং বিজ্ঞানভিত্তিক গল্প লেখা। কলেজ সেগমেন্টে ছিল প্রজেক্ট শো, অলিম্পিয়াড এবং রুবিকস কিউব। বিশ্ববিদ্যালয় সেগমেন্টটি শিক্ষার্থীরা রাঙিয়েছেন পোস্টার প্রেজেন্টেশন, রিসার্স  প্রেজেন্টেশন, কেস স্টাডি এবং প্রবলেম সলভিং প্রতিযোগিতার মাধ্যমে।
রুবিক্স কিউব সেগমেন্টটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। স্বর্ণকলি উচ্চা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী  জীত বালা চ্যাম্পিয়ন হন এই প্রতিযোগিতায়।সায়েন্টিফিক রিসার্চ আইডিয়া প্রেজেন্টেশনে  চাম্পিয়ন হন ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইইই বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম। রানারআপ হন বশেমুরবিপ্রবির ই এস ডি বিভাগের শিক্ষার্থী নাইম হোসাইন। সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হন  সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একটি দল। দলীয় প্রধান ছিলেন প্রত্যয় চন্দ, দলের অন্য সদস্যরা হলেন মোঃ ফরিদুল ইসলাম এবং মোঃ রাশিদুল ইসলাম রানার আপ হন রসায়ন বিভাগের শিক্ষার্থী ফাহাদুজ্জামান দিপু। ড্রইং সেগুমেন্টে  চ্যাম্পিয়ন হন বিনা পানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী  জিনাত তাসনিম। রানারআপ হন খুলনা রংপুর কালিবাতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণজিত বালা। এছাড়াও স্টোরি রাইটিং, গুড হ্যান্ড রাইটিং, রিয়েল লাইফ প্রবলেম সলভিং,কেস স্টাডি, অলিম্পিয়াড জুনিয়র (৬ষ্ঠ-৮ম),সেকেন্ডারি (৯ম- ১০ম শ্রেনী), হায়ার  সেকেন্ডারি (একাদশ থেকে দ্বাদশ), প্রোজেক্ট শো ( স্কুল ), প্রোজেক্ট শো ( কলেজ) প্রতিযোগিতার যথাক্রমে চ্যাম্পিয়ন এবং রানার আপ হয়েছেন হিমেল সরকার ও আদ্রিতা প্রিয়তা, মৌলি ও মুগ্ধ সরকার, আতিফা সিদ্দিকা ও সৌরভ সেন, হাসিম তালুকদার ও নাইম, মাহিম এবং সৌমিত্র, স্বর্ণজিত বালা ও আবিরুজ্জামান, অর্পন বালা ও অর্পণ বালা, তাকিবর ও জিত রায়, বিপ্লব মোল্লা, শাকিবুল   ও অর্ণব বিশ্বাস, অর্পন বালা ও  আব্দুল্লাহ আল কাইফ।
খুলনা থেকে সন্তানকে এই মেলায় অংশগ্রহণ করাতে নিয়ে আসা  আসা  এক অভিভাবক নীতিশচন্দ্র বালার কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি অভিভূত এত সুন্দর আয়োজন দেখে। আমার সন্তান জিতুক বা হারুক তাতে কোন সমস্যা নেই। ওদের সাহস এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহ বাড়ছে।
বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,তোমরা সব সময় সব কিছু কে কী এবং কেন দিয়ে প্রশ্ন করবে। তাহলে তোমাদের অনেক অজানা জিনিস জানতে পারবে। সবাইকে ধন্যবাদ দিয়ে তিনি অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।

Tag
আরও খবর