বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) ফোরামের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি মতে, নতুন কার্যবর্ষের কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আবু জাফর ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুসলিমা তন্বী। বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।
৯ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ২০ মিনিট আগে