রোটার্যাক্ট ক্লাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠান আমরা নতুন নেটওয়ার্ক এর যৌথ প্রযোজনায় কুবি শিক্ষার্থীদের নিয়ে 'স্কিলস ফর ফিউচার' শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৮ নাম্বার কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।
রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আবিদুর রহমান এর সঞ্চালনায় সেশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্মের কারিকুলাম এন্ড কন্টেন্ট'র সিনিয়র অফিসার সুচয়ন শামস। তিনি নেটওয়ার্কিং এন্ড কমিউনিকেশন, সাইবার সিকিউরিটি ট্রেন্ডস এন্ড থ্রেটস, লিডারশিপ এন্ড টিমওয়ার্ক বিষয়ে আলোচনা করেন।
বর্তমানে এআই ব্যবহার করে নারী-পুরুষ সবাইকে হ্যারাজমেন্টের ঘটনা ঘটছে। www.StopNCII.org এই ওয়েবসাইটে গিয়ে যে ছবি দিয়ে হ্যারাজ করা হয় সে ছবি আপ্লোড করা হলে ঐ ছবির একটা হ্যাশ তৈরি হয়। যার ফলে পরবর্তীতে কেউ এই ছবি কোথাও ব্যবহার করতে চাইলে আর ব্যবহার করতে পারবে না। বিশেষত ফেসবুক, টিকটক, রেডিট, ইনস্টাগ্রাম, বাম্বল ও অনলি ফ্যানস এই জায়গাগুলোতে আর আপ্লোড করা যাবে না।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্র্যাক আইএসডির মার্কেটিং অ্যাসোসিয়েট আবুল হাসনাত ইমন বলেন, আমাদের সবার মাঝে বাংলা বা ইংরেজিতে লিখা বা বলার দক্ষতা আছে। যার যেখানে দক্ষতা ভালো তাকে সেদিকে আরো বেশি নজর দিয়ে নিজেকে আরো বেশি দক্ষ করে তুলতে হবে। আর সবার কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং বৃদ্ধির দিকে জোর প্রদান দিতে হবে।
এছাড়া সেমিনারে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের ইয়ুথ কো-অর্ডিনেটর কামরুন নাহার কনিকা এবং রোটার্যাক্ট ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট আবিদুর রহমান, সেক্রেটারি সাকিব আল আমিন, আইপিপি- মারুফ হোসেন সরকার ও কমিউনিটি সার্ভিস ডিরেক্টর সোহাইবুল ইসলাম।
সর্বশেষ প্রশ্নোত্তর পর্ব ও সচেতনতামূলক বার্তা দেয়ার উদ্দেশ্যে এক খেলার আয়োজন করা হয়। এরপর পুরো সেমিনারের উপর ভিত্তি করে সেখান থেকে দুটো প্রশ্নের মাধ্যমে দুইজন বিজয়ী খুঁজে নেয়া হয় এবং তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আমরা নতুন নেটওয়ার্ক ২০১৮ সালে ব্র্যাকের সহ-প্রতিষ্ঠান হিসেবেই যাত্রা শুরু করে এবং উন্নয়নশীল দেশের পথে অগ্রযাত্রায় নতুন প্রজন্মের নতুন চিন্তা-উদ্যমের সংযোগস্থল হিসেবে কাজ করে।
৯ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে