বাংলাদেশের জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে: প্রধানমন্ত্রী গোদাগাড়ীতে কাভার ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত আরও ২ দিন বাড়লো ‘‌হিট অ্যালার্ট’ অষ্টমবারের মতো কমলো স্বর্ণের দাম হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ জনই গলাচিপার বদিউজ্জামান ফকিরের উপরে হামলা চালিয়ে থানায় ঢুকে উত্তাপ ছড়ালো ইঞ্জিনিয়ার আমিনুলের সমর্থকরা চৌদ্দগ্রামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেফতার। সাভারের আশুলিয়ায় স্ত্রী কে হত্যার দায়ে স্বামী গ্রেফতার চৌদ্দগ্রামে ৪র্থ শ্রেনীর কর্মচারী পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খুবিতে 'বি 'ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামীকাল তৃতীয় ধাপের চন্দনাইশ উপজেলা নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র জমা শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মনোনীত হলেন আমানত উল্লাহ সাতক্ষীরার কালিগঞ্জে দুইমাস ব্যাপী কম্পিউটার বেসিক এণ্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন তীব্র তাপদাহে অতিষ্ঠ গোদাগাড়ীতে পথচারীদের মাঝে বিএনপি’র পানি ও স্যালাইন বিতরণ নিখোঁজের ১৯ মাস পর কঙ্কাল, ব্রেসলেট দেখে স্ত্রী শনাক্ত করলো স্বামীর লাশ জাতীয় পর্যায়ে খুলনা বিভাগের শ্রেষ্ঠ কমিউনিটি কিনিকের স্বীকৃতি পেল দেবীপুর কমিউনিটি কিনিক লাখাইয়ে পিপাসার্থদের পাশে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। অভয়নগরের তা'লীমুল কুরআন মাদ্রাসায় আল্লাহর রহমত কামনা করে দোয়া অনুষ্ঠিত ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ৪৯ টাকা উখিয়ার সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

ভূমিকম্পে কুবির তিন আবাসিক হলে ফাটল

ছবি : © দৈনিক দেশচিত্র



ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল, একাডেমিক ভবনগুলোর মধ্যে বিজ্ঞান অনুষদে ও কেন্দ্রীয় মসজিদের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে।


শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিটে সারাদেশে অনুভূত হওয়া ভূমিকম্পের পর ফাটলগুলো দেখা যায়। রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল লক্ষীপুরের রামগঞ্জে বলে জানা গেছে।


সরেজনমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ফাটল দেখা গিয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৯ নম্বর কক্ষের দেয়াল, পাঁচতলার দক্ষিন পাশের ব্লকের ৫০৪ নম্বর কক্ষের সামনের করিডোরের মেঝের দুটি টাইলস উঠে গেছে৷ একই তলায় নতুন ও ব্লকের সংযোগস্থলের করিডোরে নতুন ফাটল দেখা গেছে। পাশাপাশি দক্ষিন ব্লকের দুই করিডোরের মাঝের সংযোগস্থলে পুরো পাঁচতলায় ফাটল লক্ষ্য করা গেছে৷ 


কাজী নজরুল ইসলাম হলের দোতালার ২০৭ নম্বর কক্ষের দেয়ালে, টিভি রুমের সামনের পিলারের সংযোগস্থলে নতুন ফাটল দেখা গেছে। 


এছাড়া নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পাঁচতলার ৫০৩ ও ৫১১ নম্বর কক্ষে এবং চারতলার ৪০৩ নম্বর কক্ষের সামনের পিলারের নিচে নতুন ফাটল দেখা গেছে। শেখ হাসিনা হলের রিডিং রুমের দেওয়ালের হালকা ফাটল লক্ষ্য করা গেছে৷ 


কাজী নজরুল হলের ২০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এহসানুর রহমান জানান, ‘প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি৷ ঝাঁকুনির মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমরা সবাই দৌঁড়ে বাইরে চলে যাই। কিছুক্ষণ পর রুমে এসে দেখি দেওয়ালে ছোটবড় কিছু ফাটল তৈরি হয়েছে।'




একাডেমিক ভবনগুলোর মধ্যে বিজ্ঞান অনুষদে এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা গিয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন শওকত আলী বলেন, ‘এই ফাটলগুলো আগে ছিল না। ভূমিকম্পের পর কিছু জায়গায় ফাটল দেখা গিয়েছে।'




 হলগুলোর প্রভোস্টদের সাথে যোগাযোগ করলে তারা পুরো বিষয়টা পর্যবেক্ষন করে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তোফায়েল হোসেন মজুমদার জানান, আমি দেখেছি ফাটলগুলো৷ দেখে ইঞ্জিনিয়ার দপ্তরে জানিয়েছি। তারা দেখে জানিয়েছে, এগুলো এক্সপানশনের ফাটল। সাধারণত এগুলো একটু লুজই থাকে, এতে ভবনের তেমন ক্ষতি হয়না৷ শিক্ষার্থীদের আতঙ্কিত হবার কিছু নেই।




নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো: আবদুল লতিফ বলেন, ‘আমি বিষয়টা জানতাম না, আপনার থেকে শুনেছি। যদি স্ট্রাকচারাল কোনো সমস্যা হয় তবে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সাথে কথা বলে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবো। যদি সত্যিই ভূমিকম্পের কারনে স্ট্রাকচারাল কোনো সমস্যা হয়, তবে তা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে আমরা নিজেরা খোঁজ নিয়ে এক্সপার্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

আরও খবর



হেনস্তার অভিযোগে পদত্যাগ ক্লাব সভাপতির

৯০ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে




ভূমিকম্পে কুবির তিন আবাসিক হলে ফাটল

১৫২ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে


নতুন নেতৃত্বে কুবি থিয়েটার

১৬০ দিন ৫৪ মিনিট আগে