ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

কুবিতে ফিউচারনেশনের বৃত্তি প্রদান


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএনডিপির অন্তর্ভুক্ত ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ অ্যাওয়ার্ডিং’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কীভাবে মানসম্পন্ন জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে, কীভাবে লিংকডইনের প্রোফাইল তৈরি করা যায় ইত্যাদি বিষয় নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য দক্ষতার ওপরও আলোকপাত করা হয়।

প্রায় ১,৩০০ শিক্ষার্থীকে ইমেইলের মাধ্যমে মাস্টারক্লাসের সনদ প্রদান করা হবে। এছাড়া রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে ৩৪ হাজার টাকা সমমূল্যের অনলাইন স্কলারশিপ কোর্স প্রদান করা হবে। ফিউচারনেশনের ওয়েবসাইটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে শিক্ষার্থীরা এই বৃত্তি অর্জন করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এছাড়া ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের প্রযুক্তি প্রধান মোহাম্মদ আমিনুর রশিদ খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “ভবিষ্যতে শিক্ষার্থীরা যে পথে যাবে, সেই অনুযায়ী তাদের দক্ষতা অর্জন করতে হবে। ইউএনডিপি যে উদ্যোগ নিয়েছে এবং আমাদের শিক্ষার্থীরা যে এতে অংশ নিয়েছে, তা প্রশংসনীয়। আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এবং দক্ষতার মাধ্যমে নিজস্ব মূল্য সৃষ্টি করতে হবে। আপনাদের যেসব ক্ষেত্রে দক্ষতা ভালো, সেই দিকেই মনোনিবেশ করতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিজনেস ল্যাংগুয়েজ কিছুটা আলাদা। আমাদের দেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দুই ধরনের পেশাজীবী রয়েছেন—এক দল সফটওয়্যার তৈরি করেন, আরেক দল সফটওয়্যার নির্মাতাদের সঙ্গে কাজ করেন এবং টেকনিক্যাল ও বিজনেস পিপলের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। আমাদের শিক্ষার্থীদের ইংরেজির যে দক্ষতা, তা বাস্তব জীবনের যোগাযোগ দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। ভবিষ্যতে এই ধরনের আরও কার্যক্রম গ্রহণের আশা করছি।”

কুমিল্লা ক্যাম্পাসের ফ্যাসিলিটেটর রফিক উদ্দিন বলেন, “বর্তমান চাকরির বাজার খুবই প্রতিযোগিতাপূর্ণ। শুধুমাত্র একাডেমিক ডিগ্রি থাকলেই সফল হওয়া সম্ভব নয়—দরকার সঠিক দক্ষতা, পরিকল্পনা এবং নিজেকে উপস্থাপনের যোগ্যতা। ফিউচারনেশন, ইউএনডিপি শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে এই আয়োজন করেছে। আমাদের স্কলারশিপ কোর্সগুলোর মধ্যে রয়েছে 'বিজনেস অ্যান্ড সোশ্যাল ইংলিশ কোর্স', যা আইইএলটিএস C-1 ব্যান্ড স্কোর ৭ এর সমমান। এছাড়া ফ্রন্টিয়ার টেকনোলজির ১০টি জব রোলের প্রশিক্ষণ কোর্স রয়েছে, যা শিক্ষার্থীরা পছন্দ অনুযায়ী বেছে নিতে পারে।"

আরও খবর






কুবিসাস'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৬ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে