কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং থিয়েটার কুবির সাধারণ সম্পাদক হান্নান রহিমকে র্যাব-১১ তুলে নিয়ে গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হিজবুত তাহরীরের বিরুদ্ধে সরব ছিলেন। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির একটি মেস থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
হান্নান রহিম তার ফেসবুকে হিজবুত তাহরীরের বিরুদ্ধে পোস্ট দিয়ে লিখেছিলেন, “হিজবুত তাহরীর লীগ”, “হিজবুত তাহরীর কে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগিতা করুন।”
কুমিল্লা কোতোয়ালি থানার এক কর্মকর্তা জানান, “ভুল অভিযোগের ভিত্তিতে তাকে র্যাব-১১ তুলে আনে। আমাদের কাছে হস্তান্তর করা হলে আমরা জিজ্ঞাসাবাদ শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করি।”
এ বিষয়ে র্যাব-১১ এর এক সদস্য জানান, “তাকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে, এবং আরও ১০-১২ জনের একটি তালিকা রয়েছে, যাদের আজ-কালের মধ্যে আটক করা হবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও আলোচনা চলছে।
৯ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৫ দিন ২৩ ঘন্টা ১ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে