চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন তার বক্তব্য বলেছেন শিক্ষকেরা এখন শিক্ষকতা করে না,তারা চাকুরী করে।আর চাকুরী করে ত শ্রদ্ধা অর্জন হয় না। চাকুরী করে রাজনৈতিকদের শ্রদ্ধা অর্জন করা যায়।একজন শিক্ষককে হতে হবে ছাত্রদের আদর্শ। শিক্ষকদের কাজ হতে হবে ছাত্রদের শিক্ষিত করে তোলা। কিন্তু এখনকার শিক্ষকরা তা না করে রাজনীতিবিদদের দ্বারে দ্বারে ঘুরে।এটা বঙ্গবন্ধুর আদর্শ নয়।
বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত "বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ"শীর্ষক সেমিনারে
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন সনদ অর্জনের জন্য পড়াশোনা না করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলুন।
তিনি বলেন ভালো রেজাল্ট করা কিংবা ভালো ছাত্র হওয়া মানেই ভালো শিক্ষক নয়।ভালো ফলাফলের পাশাপাশি স্কিল ডেভেলপ করতে হবে।এমন এক সময় আসবে যে আজকের গ্রাজুয়েশন তেমন নাও লাগতে পারে।দিন দিন পরিবর্তন হচ্ছে বিশ্ব।আগে আমাদের সময় পরিবর্তন একটু ধীর গতিতে হতো। কিন্তু এখন দিন দিন পরিবর্তন হচ্ছে।
তিনি বলেন, চাকরি প্রত্যাশী ও চাকরী দাতাদের চাহিদার মধ্যে বিস্তর ফারাক। অনেক শিক্ষার্থী ভাল ফলাফল করার পরও সফট স্কিল না থাকায় ভাল করতে পারছে না। তাই কর্মযজ্ঞে কি প্রয়োজন তা এখন থেকেই বিশ্ববিদ্যালয়গুলোকে মাথায় রেখে গ্রাজুয়েট তৈরি করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপ করতে হবে। তাহলেই আমাদের দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা সম্ভব।
২৬ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৬ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৪ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৯৪ দিন ৫১ মিনিট আগে
৯৫ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে