চবিতে হিস্ট্রি ক্লাবের 3MPC প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন
বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে
(সমাজবিজ্ঞান অনুষদের আই আর বিভাগে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাব প্রতিবছরের ন্যায় "তিন মিনিট প্রেজেন্টেশন" (3MPC) এর প্রথম পর্ব আয়োজন করেছে। এতে অংশগ্রহণ করেছে, ৭ টি দলে বিভক্ত বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। আর ৭ টি দলের প্রেজেন্টেশনের বিষয়বস্তু ছিল উল্লেখযোগ্য প্রাচীন সাম্রাজ্যসমূহ। সেইসাথে ৭ টি দলের নাম ও ছিল বেশ অর্থবহুল। যেমন- পিপীলিকা, রেড ফোর্ড, সংসপ্তক, এনসিয়েন্ট ডিগার্স, হিস্ট্রোগ্রাফার্স ইত্যাদি। প্রত্যেকটা দলেরর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেছে, অন্য দল থেকে নিজেদের দলকে এগিয়ে রাখতে।
উক্ত আয়োজনে বিচারক হিসেবে ছিলেন, ইমরুল হাসান (প্রেসিডেন্ট, প্রেজেন্টেশন প্রো) আমিত হাসান বিপুল (ভাইস প্রেসিডেন্ট, চিটাগং ইউনিভার্সিটি ডিভেটিং সোসাইটি), এবং সেইসাথে ছিলেন নাফিসা সাদাফ (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেইট)। এছাড়া ও উপস্থিত ছিল হিস্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট যীশু মিত্র, সেক্রেটারি লীনাসহ আরো অনেকেই।
বিচারক ইমরুল হাসান, প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেছেন - " একাডেমিক অধ্যায়নের পাশাপাশি শিক্ষার্থীরা এমন প্রেজেন্টেশনে অংশগ্রহণ করলে, নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে ।"
নাসরিন সুলতানা,
শিক্ষার্থী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মোবাইল- ০১৮২৪২৯৩৩৮৩