বর্তমানে একটা খবর প্রায়ই দেখা যায়,প্রেমের টানে বিদেশি মেয়ে কিংবা ছেলে বাংলাদেশে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদেশিদের সাথে প্রেমের প্রবণতা বেড়েই চলেছে,সেই সাথে বাড়ছে বিয়ের অঙ্কটাও।
কিছুদিন পর ঐ ছেলে কিংবা মেয়ে তার নিজ দেশে চলে যায়,কারন বাঙালির মতো তাদের আবেগ নেই।
চলতি বছরেই বেশ কয়েকটি এমন ঘটনা ঘটছে।
তাই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়,সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আবার বিয়ের পর বিদেশে নিয়ে বিক্রি করে দিছে এমন হদিস ও মিলে।
প্রায় এক মাস আগে এক ইতালি নাগরিক (মেয়ের চাচার সহকর্মী) এক বাংলাদেশী মেয়ের প্রেমে পড়ে,ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও জেলায়। যুবকটি সনাতন ধর্মে ধর্মান্তরিত হয়ে মেয়েটিকে বিয়ে ও করে। কিন্তু দু মাস না পেরোতেই নিজ গন্তব্যে ফিরে যায় সেই যুবক।
বাংলাদেশের মানুষের একই সংস্কৃতি থাকা সত্ত্বেও বিবাহ বিচ্ছেদের অঙ্কটি বেড়েই চলছে,তাহলে কি বিদেশি সংস্কৃতিমনা ব্যক্তির পছন্দ অপছন্দের সাথে আমাদের যায়?
দু একটা ব্যতিক্রম ঘটতেই পারে,তবে যে হারে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এটা মোটেও কাম্য নয়। এদের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল।
উক্ত অঙ্ক কষতে গিয়ে বার বার আমার একই কথা মনে পড়ে-
লালনগীতিঃ
বিদেশীর সঙ্গে কেউ প্রেম করো না
রে,,,,,,,,
আমাদের শিক্ষার অনেক ঘাটতি আছে বলে মনে করি। অনেকে ভাইরাল হওয়ার জন্যও এমনটা ঘটায়।
এমন ঘটনা পুনরাবৃত্তি রোধ করতে সবার সচেতনতা ও আত্মবিশ্বাস জরুরী।
মাসুম বিল্লাহ
লেখক ও সাংবাদিক
উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
২৬ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
৩৩ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৫৬ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৪ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৯৪ দিন ৪৭ মিনিট আগে
৯৫ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১০২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে