প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চবি ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে গতকাল(৩০ সেপ্টেম্বর, শনিবার) চবিতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে চবি(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ছাত্রলীগ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ও সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আহসান হাবীব সোপান, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিক ইসলাম, সাবেক সহ-সভাপতি খালেদ মাসুদ রনি,সাবেক সহ-সভাপতি শাহতাপ হোসেন প্রদীপ,সাবেক সাংগঠনিক সম্পাদক সৌমেন দত্ত,সাবেক সহ-সভাপতি ইফতেখার ফয়েজ অভি,ছাত্রনেতা শাহরিয়ার সাদিকসহ প্রায় শতাধিক নেতাকর্মী মিলে এ কর্মসূচি পালন করে।
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব সোপান দেশচিত্রকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী তার বাসভবন গনভবনে যে কৃষি খামার গড়ে তুলেছেন তা দেখে আমরা তরুন ও ছাত্রসমাজ অনুপ্রাণিত, সেই বোধ থেকেই আমাদের আজকের এই কর্মসূচি।