৫৮ তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেনে দায়িত্ব পালন করেন প্রফেসর ড.শিরীন আখতার, মাননীয় উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি প্রফেসর বেনু কুমার দে, মাননীয় উপ-উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে এম নুর আহমদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।স্বাগত বক্তা হিসেবে দায়িত্ব পালন করেন ড.মোহাম্মদ নুরুল আজিম সিকদার, প্রক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রবন্ধ উপস্থাপক ড.মো:আবদুল করিম,প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ও সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসার ড.নূরুল আজিম সিকদার বলেন বলেন জাতীর পিতার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন গঠিত হয়। করোনাকালিন আমাদের শিক্ষকরা অনলাইনে ক্লাস নিয়ে সেশনজট কমিয়েছে।কক্সবাজারে ভূমি মন্ত্রনালয়ের অধিনে প্রায় ৮ একর জমি বরাদ্দ পেয়েছি,যেখানে ব্লু ইকোনোমি সেন্টার করা হবে।প্রায় ৪৪ টা প্রকল্প চালু হয়,তিনটি আবাসিক হল চালু করা(বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অতীশ দীপঙ্কর হল) সম্ভব হয়েছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য যারা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় সবাইকে নিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব বলেন আমি অত্যান্ত আনন্দিত যে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। চট্টগ্রাম একটি জনপদ যেখানে হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এখানে জন্ম হয় আলাওল, মাস্টার দ্যা সূর্যসেন।বিশ্ববিদ্যালয় উচ্চতর জ্ঞান অর্জনের জায়গা।তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান, তখন সেখানে আমি ছিলাম এবং প্রথম ক্লাশ শুরু হয় তখনও ছিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভালো শিক্ষার্থীদের নিয়োগ দিতে হবে,ভালো শিক্ষক ভালো শিক্ষার্থী তৈরী করতে পারবে।বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে ফাস্ট আর ডিপার্টমেন্ট সেকেন্ড একই মেধাবী না,পার্থক্য থাকে।
চবি উপ-উপাচার্য বলেন আমি এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি এই বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছি। যারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মাননীয় উপাচার্য প্রফেসর ড শিরীন আখতার উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন আমি প্রশাসনে দায়িত্ব নেওয়ার পরে অনেক গবেষণা হয়েছে,৫০০ টির তমো প্রবন্ধ হয়েছে।আমরা একটা কমিটি করে দিয়েছি কিভাবে বিশ্ববিদ্যালয় সামনের দিকে যাবে।
২৬ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৩ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৫৬ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৪ দিন ১ ঘন্টা ৫ মিনিট আগে
৯৪ দিন ৫১ মিনিট আগে
৯৫ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে