প্রতি বছরের শীতের ন্যায় এবারো পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। "আপনাদের কম্বল এদের উষ্ণতা" - স্লোগানকে সামনে রেখে শিশুদের মাঝে স্কুলব্যাগ ও কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "একলা চলো রে"-সংগঠনের প্রতিষ্ঠাতা স্বাধীন চৌধুরী, সভাপতি তনক চাকমা,
সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান,
অর্থ সম্পাদক অনামিকা আপন,
সাংগঠনিক সম্পাদক আবির হোসেন
সদস্য ইশারত জাহান মুন,বিবি হাজেরা
তানভীন লিয়ন, মো: আইয়ুব আলী,
আনজুম মাইশা, ইশরাত ইমা, প্রিয়ন্তি, তাসনিম,অর্ণা আহমেদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাকালীন ও সিনিয়র সদস্য মাসুম বিল্লাহ।
Tag