চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) একাডেমিক সেশনজট নিরসন ও স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে নেমেছে ফিজিক্যাল এ্যাডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থীরা। আজ (বুধবার-১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে চবির মুল ফটকে তালা দেয় ঐ বিভাগের শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে দুপুর আড়াইটার শাটল ট্রেনও আটকে দেয় অবস্থানরত আন্দোলন-কারীরা।
শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েক শরীরে ও মাথায় সাদা কাপড় জড়িয়ে অবস্থান নিয়েছেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে তাঁদের হাতে, ‘বয়স গেল শেষ হয়ে, কী করব আর অনার্স করে; ‘ক্রীড়া বিজ্ঞানে জট কেন? প্রশাসন জবাব চাই’; ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার চাই’; এক দফা এক দাবি, স্থায়ী সমাধান চাই—ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের অবস্থান নিতে দেখা গেছে।
২৬ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৬ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭৪ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৯৪ দিন ৪৯ মিনিট আগে
৯৫ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৬ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১০২ দিন ১ ঘন্টা ৯ মিনিট আগে