চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শহীদ আবদুর রব হলে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ। হলের ফটকে তালা দেওয়ায় বার্ষীক ক্রীড়াপ্রতিযোগীর সরঞ্জাম হল থেকে বেড় করতে পারছে না হল প্রশাসন। প্রায় তিন ঘন্টা আঁটকে রেখে খুলে দেওয়া হয়।
টিকাদার কোম্পানির ছেলে কর্তৃক নিশাত নামের(২০১৯-২০) সেশনের,IML ডিপার্টমেন্টের ছাত্রের হাত ভেঙ্গে দেয়া হয়।
ছাত্রলীগের দাবি-
পুলিশ কেন হাউস-টিউটরের অনুমতি ছাড়া হলে ঢুকলো।
আমাদের (ছাত্রলীগ কর্মীর হাত কেন ভাঙ্গলো),বহিরাগত কেমনে সাহস পায়?
মামলা করা হয়েছে বহিরাগতদের দ্বারা,হল প্রশাসন কি জানে না? তাদের এই বিষয়ে কনসার্ন আছে কি না?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টর প্রফেসর ড. নূরুল আজিম সিকদার বলেন বহিরাগত যে কেউ মামলা করতে পারে, আমার বিরুদ্ধেও করতে পারে,এখানে আমাদের কনসার্ন নেই।পুলিশের বিষয়টা আমি দেখতেছি।তোমাদের কারো উপর কিছু হোক আমি চাই না।
বিষয়টা তদন্ত করা দরকার,আমরা প্রয়োজনে তদন্ত করবো।আমি ছাত্রদের পক্ষে আছি।
ইতোমধ্যে চবি প্রক্টর পুলিশি বিষয়টি হল কর্তৃক তদন্ত করার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে, তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়।
২৬ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৩ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫৬ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
৭৪ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে
৯৪ দিন ৫২ মিনিট আগে
৯৫ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৯৬ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১০২ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে