ইবি প্রতিনিধি: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে শাখা ছাত্রশিবির। রবিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সভাপতি মাহমুদুল ইসলাম, সেক্রেটারি ইউসুব আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মৃবৃন্দ।
জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে গণহত্যার বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এতে ক্যাম্পাসজুড়ে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল মধ্যরাতে আনন্দ মিছিলও বের করেন তারা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ক্যাম্পাসজুড়ে মিষ্টি বিতরণ করেন ইবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে এসেছে এই আওয়ামী ফ্যাসিবাদ, জুলাই আন্দোলনের পর এদেশের মানুষের প্রাণের দাবি ছিল আওয়ামীলীগ নিষিদ্ধ করা।গতকাল আওয়ামী ফ্যাসিবাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই খুশিতে ক্যাম্পাসে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এটা আমাদের কেন্দ্রীয় কোনো নির্দেশনা নয়।আমরা নিজ উদ্যোগে মিষ্টি বিতরণ করেছি।'
১০ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে