লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব আশাশুনিতে রোজা ও যাকাতের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাগেশ্বরীতে যায়দিনের ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন কমলগঞ্জে একতা সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী পেয়ে খুশি শতাধিক পরিবার নাগরপুরে তামাক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শার্শা উপজেলা বিএনপি কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ এর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক। জয়পুরহাটে অপ চিকিৎসায় পঙ্গুত্ববরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শাজাহানপুরে শারিরীক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের স্বীকার পুতিন যুদ্ধবিরতি নিয়ে ‘ছলনা’ করছেন: জেলেনস্কি আজ পৃথিবীর অন্যতম বড় ইফতার অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব কে নিয়ে কক্সবাজার প্রধান উপদেষ্টা কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস রাজবাড়ীতে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার । সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ২৮ কেজি হরিণের মাংস সহ আটক ১ যমজ সন্তানদের পরিবারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্যামনগর পৌরসভার জন্মনিবন্ধন জটিলতার সমাধান করলেন ইউএনও রণী খাতুন শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলীর মৃত্যু

ইবির কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ সমিতি নবীন বরণ ও নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কক্সবাজার জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর খান সভাপতি ও ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আজমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও কক্সবাজার জেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন আকাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সংগঠনটির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নম্বর কক্ষে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান, ড. এ কে এম মফিজুল ইসলাম, ড. নূর মোহাম্মদ ও প্রাক্তন ছাত্র সালামত উল্লাহ। অনুষ্ঠানে কক্সবাজার জেলা হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শহীদ জিয়া, আনিসুর রহমান, আরমানুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সামি আল সাদ আওন, ইমরুল হাসান, নুরুল কাদের, সারমান সারওয়ার জিনান, সালাহ উদ্দিন, মাইনুদ্দিন হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সিরাজী, মোঃ জুরশেদুল করিম, রাগিব হাসান মিরাজ, আরফানুল ইসলাম রিফাত, মোঃ হাসান, হাকিম মোঃ আব্দুল্লাহ, ফ্রান্সিসকো ডি ফ্লোরেন্স, আতাহার মাসুম।

এছাড়া দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ সহ-দপ্তর সম্পাদক মোঃ মবিনুল হক। অর্থ সম্পাদক ফারহান মুন্না, সহ-অর্থ সম্পাদক ওয়াহিদুর রহমান খোকন। প্রচার সম্পাদক শরফুদ্দিন শাফিন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইমরান, আইন বিষয়ক সম্পাদক ইনারা হক নিলুফা, সহ-আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিদ, সাদ্দাম হোসাইন ধর্ম বিষয়ক সম্পাদক আল মাহমুদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক।

ক্রীড়া সম্পাদক শিহাব শাহরিয়ার হিমেল, সহ-ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন তৌসিফ, সাংস্কৃতিক সম্পাদক নাইমুল ইসলাম ও ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা হামিদ জেসিয়া, জেরিন তাসনীম খুশবু।

সমিতির নতুন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজমির বলেন, আমরা অনেক দূর থেকে পড়াশোনা করতে এখানে জেলা ছাত্র কল্যাণের মাধ্যমে নিজ এলকার কিছু মানুষকে পাই। এটি একটি পরিবারের মতো। সবাই সবাইকে সহযোগিতা করতে পারি। আমাকে সমিতির দায়িত্ব দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একইসঙ্গে সামনের দিনে একসাথে কাজ করে সমিতিকে একটি ভালো অবস্থানে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

আরও খবর


ইবিতে কোটা বিরোধী আন্দোলন

২৫০ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে



ইবিতে প্রজ্বলিত সন্ধ্যা অনুষ্ঠিত

২৮৭ দিন ১০ ঘন্টা ৩০ মিনিট আগে



মা দিবসে ইবি সিআরসির ব্যতিক্রমী আয়োজন

৩০৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে