জবি প্রশাসনের কার্যকারিতা নিয়ে শিক্ষার্থীদের প্রতিফলন হিসাবে দেখা গেল এক ব্যতিক্রমী বিতর্ক প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীরা ব্যঙ্গ-রসের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের অংশগ্রহণে এই বিতর্ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ডিবেটটির মোশন ছিল— “এই সংসদ মনে করে, জবি প্রশাসন মেরুদণ্ডহীন নয় বরং অধর্ব”।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আয়োজিত “হিউমোরাস ডিবেট”-এ অংশগ্রহণকারী বিতার্কিকরা তীক্ষ্ণ ব্যঙ্গ ও রসিকতার মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
একজন বিতার্কিক বলেন, “আমাদের উদ্দেশ্য আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কটাক্ষ করা নয়। বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে এটি একটি সমালোচনা মাত্র। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সকল সমস্যার ক্ষেত্রে যেন কার্যকর ভূমিকা রাখে, যাতে তাদের অকার্যকারিতার কারণে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে না হয়।”
আরেকজন বিতার্কিক বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বিষয়ে নীরবতা দেখেছি। আমরা দেখেছি ফ্যাসিবাদের দোষের, দুটি হত্যা মামলার আসামি মিল্টন বিশ্বাস ক্যাম্পাসে এসে ঘোরাফেরা করে। দেখেছি, কিভাবে তারা বারবার শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। দেখেছি, কিভাবে আমার ভাই মার খাওয়ার পর যথাযথ বিচার না করে অল্প কিছু টাকার বিনিময়ে সমাধান করে দিয়েছে। আজকের বিতর্ক মূলত এসব বিষয়কে কেন্দ্র করেই গড়ে তোলা হয়েছে। আমরা চাই, আমাদের কথা প্রশাসনের কাছে পৌঁছাক।”
৪ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ৩ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে