জবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে শাখা ইসলামি ছাত্রশিবির।
শুক্রবার (২৮ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়িতে এই কবর জিয়ারত ও সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ও অর্থ সম্পাদক মাইন উদ্দিন।
জিয়ারত শেষে জবি শাখা শিবিরের সভাপতি মো: আসাদুল ইসলাম বলেন, আমরা আমাদের দায়বদ্ধতা ও কর্তব্যবোধের জায়গা থেকে শহীদ সাজিদ ভাইয়ের কবর জিয়ারত করতে গিয়েছি। শহীদ সাজিদ ভাই সহ জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছেন। তাদের জীবনের বিনিময়ে যেহেতু আমরা স্বৈরাচার মুক্ত দেশের সুফল ভোগ করছি, তাই আমাদের কর্তব্য তাদের পরিবারের খোঁজ রাখা এবং তাদের জন্য দোয়া করা।
এছাড়াও শহীদের পরিবারের সদস্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের ধনবাড়ি থানা ছাত্রশিবিরের সভাপতি মো. তাফসির হাসানসহ স্থানীয় শিবির নেতৃবৃন্দ। এসময় শহীদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
২ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে