ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

পদার্থবিজ্ঞান বিষয় একটি রত্নভান্ডার :যবিপ্রবি উপাচার্য


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)২০২১-২০২২ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বুধবার  (১৫ ফেব্রুয়ারি) সকাল এগারো (১১:০০) ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো: আলমগীর বাদশা এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো: হাফিজ উদ্দিন।আলোচনা অনুষ্ঠানের একপর্যায়ে নব্য যোগদান করা শিক্ষক, নবীন শিক্ষার্থী ও নবগঠিত ক্লাবের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 


প্রধান অতিথির বক্তব্যে নবীনদের স্বাগত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, পদার্থবিজ্ঞান বিষয় একটি রত্নভান্ডার , যেটাকে বাদ দিয়ে বিজ্ঞান চর্চা অসম্ভব।তোমাদের মনে রাখতে হবে, যেখানে মৌলিকত্ব থাকে তার গভীরে কিন্তু ঢোকা এত সহজ নয়।কাজেই এর গভীরে প্রবেশ করতে হলে তোমাদেরও মৌলিক মানুষ হতে হবে। বিজ্ঞানের মূলের সন্ধান করে ফিজিক্স।আমার বিশ্বাস মূলের সন্ধানে তোমরা এসেছো এবং সেই সন্ধানের জন্য তোমাদের জীবনের বাকি সময়গুলো ব্যয় করবে।যাতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশ ও বিশ্বকে তোমরা এগিয়ে নিতে পারো।আমি বিশ্বাস করি যবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগ এই মহান দায়িত্বটি পালন করবে। আমি বিশ্ববিদ্যালয়ে জীবনে এমন শিক্ষক দেখেছি যারা হিমালয়ের মতো।তারা যেটাকে সত্য মনে করতো সেটাই বলতো।কাজেই শিক্ষককে হতে হবে সত্যের পূজারী এবং শিক্ষক যখন সত্যের পূজারী হবে, সেই শিক্ষককে তাঁর ছাত্ররা অনুকরণ করবে।আর ছাত্র যখন একজন আলোকিত মানুষ হবে, তখন সেই দেশটা আলোকিত হবে।


তিনি আরো বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় র‍্যাগিং মুক্ত। কেউ র‍্যাগিং করলে শুধু একবার বলে দেখো মুখ খুলে, সে যত বড় শক্তিধর হোক না কেন,রাজনীতিবিদ হোক না কেন এক মিনিটও সে এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না। রাজনৈতিক মিছিলে যেতে কেউ জোর করে, না গেলে ঘরে আটকে রাখে।তোমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গিয়ে দরজা খুলে দিবে। তবে কেউ যদি বিশ্বাস থেকে মিছিলে যেতে চাও, আমি কাউকে বাধা দিবো না।যদি ভালো রাজনীতিবিদ হতে চাও, তবে তা অবশ্যই দেশের জন্য কল্যাণকর। খুব দ্রুতই পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, সবাই সিট পাবে।হলের সিটের জন্যেও কোনো ভাইকে ধরা লাগবে না।


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মাসুম বিল্লাহ,ড. মোঃ হুমায়ূন কবির,ড. মোহাম্মদ আবদুর রশিদ,প্রভাষক মোঃ বোরহানুল আসফিয়া, দেবাশীষ রায়,শাহাদাত জামান,আব্দুল্লাহ আল রোমান,মো: তানভীর আহমেদ ও বিভাগের সকল কর্মকর্তাসহ সকল বর্ষের শিক্ষার্থীরা।

আরও খবর